NEET UG 2023 Exam: আজ দেশজুড়ে NEET UG 2023 পরীক্ষা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে পরীক্ষার নিয়ম, সবকিছু দেখে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বোর্ডের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে। প্রতিটি ছাত্রছাত্রীকে এই নির্দেশগুলি মেনেই পরীক্ষা দিতে হবে৷ পরীক্ষার হলে ঢোকার আগে চটপট দেখে নেওয়া যাক নিয়মগুলি
ভবিষ্যতের ডাক্তারদের জন্য আজ বড় দিন৷ আজ ৭ মে দেশজুড়ে নিট ইউজি ২০২৩ পরীক্ষা নেওয়া হচ্ছে ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরিচালনায় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ NEET UG পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে, চলবে বিকেল ৫.২০ পর্যন্ত৷ প্রার্থীদের মোট ৭২০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে৷ এ বছর প্রায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসতে চলেছে৷
বোর্ডের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে। প্রতিটি ছাত্রছাত্রীকে এই নির্দেশগুলি মেনেই পরীক্ষা দিতে হবে৷ পরীক্ষার হলে ঢোকার আগে চটপট দেখে নেওয়া যাক নিয়মগুলি৷
১. প্রত্যেক ছাত্রছাত্রীকে অ্যাডমিট কার্ড এবং নিজের আইডি প্রুফ অবশ্যই সঙ্গে রাখতে হবে৷
advertisement
২. অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরীক্ষা দিতে দেওয়া হবে না
advertisement
৩. নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি অ্যাটেনডেন্স শীটের ওপরে লাগাতে হবে
৪. অ্যাডমিট কার্ডে থাকা রিপোর্টিং টাইমের আগেই বা অন্তত সেই সময়ে প্রত্যেক পরীক্ষার্থীকে হলে পৌছে যেতে হবে
৫. পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত ড্রেস কোড মেনেই পোশাক পরতে হবে৷ পরীক্ষার হলের ভিতরে লম্বা হাতা-সহ যে কোনও হালকা ধরণের পোশাক নিষিদ্ধ৷ বিশেষ সাংস্কৃতিক বা প্রথাগত নিয়ম মেনে কোনও পোশাক পরলে সেইসব ছাত্রছাত্রীদের রিপোর্টিং টাইমের অন্তত ১ ঘণ্টা আগে অর্থাৎ ১২.৩০ টাতে পরীক্ষা হলে রিপোর্ট করতে হবে৷
advertisement
৬. স্লিপার্স এবং স্যান্ডেল অর্থাৎ চপ্পল জাতীয় জুতো পরেই পরীক্ষা দিতে হবে৷ জুতোতে বেশি হিল থাকা চলবে না৷ সঙ্গে কোনওরকম গয়নাগাটি পরেও পরীক্ষা হলে যাওয়া যাবে না৷
৭. পরীক্ষার্থীদের পরীক্ষার হলের ভিতরে কোন পাঠ্য সামগ্রী, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, জ্যামিতি/পেন্সিল বাক্স, লেখার প্যাড, পেনড্রাইভ, ইরেজার, ক্যালকুলেটর, লগ টেবিল বা ইলেকট্রনিক পেন নিয়ে যাওয়ার অনুমতি নেই।
advertisement
৮. প্রত্যেক পরীক্ষার্থীকেই মেটাল ডিটেক্টর পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে৷
ইতিমধ্যেই নিট ইউজি ২০২৩-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ৷ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in– এ গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে দিয়ে ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ড৷ NEET UG 2023 হল টিকিটে একটি সেল্ফ ডিক্লরেসন ফর্মও রয়েছে যা প্রার্থীকে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করে জমা দিতে হবে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 12:17 PM IST