Morning School: গরমে ছোটদের স্কুলের সময়সীমা বদল চায় ৯ জেলা! কবে থেকে শুরু মর্নিং স্কুল? জানাল পর্ষদ সভাপতি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Morning School: অত্যাধিক গরমে স্কুলের সময়সীমা বদল চায় ৯ জেলা। ডে সেশন এর বদলে মর্নিং সেশনে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ক্লাস করাতে চায় জেলাগুলি। রিপোর্ট এসে পৌঁছালো প্রাথমিক শিক্ষা পর্ষদে।
কলকাতাঃ অত্যাধিক গরমে স্কুলের সময়সীমা বদল চায় ৯ জেলা। ডে সেশন এর বদলে মর্নিং সেশনে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ক্লাস করাতে চায় জেলাগুলি। রিপোর্ট এসে পৌঁছালো প্রাথমিক শিক্ষা পর্ষদে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ও দক্ষিণ ২৪ পরগনা এই ৯ টি জেলা মর্নিং সেশনে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য ডে সেশন এর বদলে মর্নিং সেশনে ক্লাস করানোর প্রস্তাব চেয়ে পর্ষদ কে চিঠি দিল।
বাকি জেলাগুলি অবশ্য সময়সীমা বদল নিয়ে কিছু উল্লেখ করেনি। স্কুলের সময়সীমা বদল করার প্রয়োজন নাকি তা নিয়ে জেলাগুলি রিপোর্ট চেয়েছিল পর্ষদ। রাজ্যকে চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদের। অত্যাধিক গরমে নয় জেলা দুপুরের বদলে সকালে স্কুল করতে চায়। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্তর কথা জানিয়েছে নয় জেলা। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত?
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি রাজ্যকে। স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় অ্যাডভাইজারি জারি করার আবেদন। পুরুলিয়া, ঝারগ্রাম এর মত জেলাগুলি এখনই সকাল থেকে ক্লাস করাতে চাইছে। দ্রুত রাজ্য অ্যাডভাইজারি জারি করুক। প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি রাজ্যকে। ” আমরা রাজ্যকে চিঠি দিয়েছি। কিছু জেলা দুপুরের বদলে সকালে স্কুল করাতে চায়। আশা করি শীঘ্রই সিদ্ধান্ত হবে।” বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 11:42 AM IST