Microsoft is Hiring: ভারতে ঢালাও নিয়োগ মাইক্রোসফটে! জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিশদ

Last Updated:

Job Vacancy in Microsoft: মাইক্রোসফট সংস্থায় চাকরির সুযোগ পেতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্সে বা সম্পর্কিত ক্ষেত্রে বি. টেক / এম. টেক / এমএস ডিগ্রি থাকতে হবে।

#নয়াদিল্লি: ভারতে অবস্থিত মাইক্রোসফটের (Microsoft) বিভিন্ন ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং স্নাতকদের (Engineering Graduates) নিয়োগ করতে চলেছে আমেরিকান টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft is hiring)। এই বিখ্যাত সংস্থায় চাকরির সুযোগ পেতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্সে বা সম্পর্কিত ক্ষেত্রে বি. টেক / এম. টেক / এমএস ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম CGPA স্কোর হতে হবে ৭.৫/১০। আবেদনকারীকে অবশ্যই ২০২২-এর ব্যাচের পড়ুয়া হতে হবে। সফল প্রার্থীদের বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং নয়ডার ক্যাম্পাসে কর্মসংস্থান (Microsoft is hiring) দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার: যোগ্যতা এবং অন্যান্য বিবরণী
গুণমান বজায় রেখে সহজ সরল, স্থায়ী এবং পরিষ্কারভাবে কোড তৈরি করতে এবং লিখতে পারদর্শী হতে হবে আবেদনকারীদের।
advertisement
সমাধান বাস্তবায়নের সময় গ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা বিবেচনা করতে হবে।
সময় মতো কাজ শেষ করার দক্ষতা; এবং যে কোনও পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাও প্রয়োজন আবেদনকারীর।
advertisement
এস্টিমেশন দিতে পারা; বৈধতা পরীক্ষা; সময় মতো সমস্যার সমাধান করতে পারার দক্ষতা আবশ্যিক।
প্রজেক্ট টিমের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ রাখা, ঝুঁকি এবং পারস্পরিক সহায়তার মনোভাব কাম্য।
ভূমিকা ও দায়িত্ব:
সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের (Microsoft is hiring) প্রাথমিক দায়িত্বগুলি হল:
    advertisement
  • পরিকল্পনা:
  • গ্রাহকের প্রয়োজনীয়তা বোঝা।
    প্রকল্পের পরিকল্পনা, অগ্রাধিকার নির্দিষ্ট করা।
    কাজের পরিকল্পনার সার্বিক বিষয় যচাই; কাজের দায়িত্বভার গ্রহণ।
    • ডিজাইন:
    • সহজ, ফ্লেক্সিবল এবং বিশদ নকশা তৈরি করা।
      ডিজাইন সংক্রান্ত মতামত প্রদান এবং মতামত গ্রহণ।
      • বাস্তবায়ন:
      • উৎসে গুণমানের কোড লেখা।
        বৈধতা পরীক্ষা; সময় মতো সমস্যার সমাধান করা।
        advertisement
        সংস্থাটি (Microsoft is hiring) জানিয়েছে, বয়স, জাতি, বর্ণ, পরিবার বা চিকিত্সার পরবর্তীকালীন ছুটি, লিঙ্গ পরিচয়, জেনেটিক তথ্য, বৈবাহিক অবস্থান, শারীরিক অবস্থান, দেশ, শারীরিক বা মানসিক অক্ষমতা, রাজনৈতিক বিবেচনা নির্বিশেষে সমস্ত যোগ্য আবেদনকারী চাকরির জন্য আবেদন করতে পারেন।
        বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
        Microsoft is Hiring: ভারতে ঢালাও নিয়োগ মাইক্রোসফটে! জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিশদ
        Next Article
        advertisement
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
        VIEW MORE
        advertisement
        advertisement