হোম /খবর /শিক্ষা /
এই সপ্তাহে BYJU’S Young Genius 2-এর এপিসোডে আলাপ করুন নাচ ও অঙ্কে পারদর্শী খুদের

এই সপ্তাহে BYJU’S Young Genius 2-এর এপিসোডে আলাপ করুন নাচ ও অঙ্কে পারদর্শী খুদের সঙ্গে

BYJU’S Young Genius-এ এই সপ্তাহের এপিসোডে পরিচয় করুন দুই অসামান্য প্রতিভাময় খুদের সঙ্গে

  • Last Updated :
  • Share this:

যখন আমরা খুদে জিনিয়াসদের কথা ভাবি, তখন সাধারণত আমরা ভেবে নিই যে তার মধ্যে কোনও একটি এমন অসাধারণ দক্ষতা বা প্রতিভা রয়েছে, যা তাকে বাকিদের তুলনায় আলাদা করে তুলেছে। BYJU’S Young Genius-এর আজকের এপিসোডে আলাপ হবে এমন দুই খুদের সাথে, যাদের প্রতিভা শুধুমাত্র একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। একজন ক্লাসিকাল ডান্সের ভিন্ন ঘরানায় দক্ষ, আবার অন্যজন অঙ্ক ও লজিক- উভয় বিষয়ের নানা জটিল সমস্যার সমাধান করে ফেলে চোখের পলক ফেলার আগেই। এই দুই প্রতিভাবান খুদের মেধা ও দক্ষতার কিছু উদাহরণ দেখার এই সুযোগ হাতছাড়া করবেন না।

এই জিনিয়াসের ক্লাসিকাল ডান্সের ছন্দে মেতে উঠুন –

কোঝিকোড়ের 14-বছর-বয়সী নৃত্যশিল্পী নীলা নাথ তিন রকম ঘরানার নৃত্যশৈলীর প্রশিক্ষণ নিচ্ছে- ভারতনাট্টম, কুচিপুড়ি এবং মোহিনীয়াট্টম। নীলার নিজস্ব পছন্দ মোহিনীয়াট্টম, কারণ এর মূল প্রকাশ হচ্ছে অভিব্যক্তি। মঞ্চে এসে তাকে একই বিষয়ের উপরে দুই ভিন্ন ঘরানার ক্লাসিকাল ডান্স প্রদর্শন করতে দেখে এই এপিসোডের তারকা অতিথি গীতা কাপুর অবাক হয়ে গিয়েছেন। এমনকী তিনি স্বীকারও করে নিয়েছেন যে, ছোট্ট নীলার প্রতিভা দেখে তিনি ঈর্ষান্বিত।

নীলার নাচ শেখা শুরু হয় একটি দুঃখজনক ঘটনার কারণে, মাত্র তিন বছর বয়সে সে মাকে হারায়। নীলার মা একজন নৃত্যশিল্পী ছিলেন, তবে তিনি বিভিন্ন কারণে বেশিদিন এই শিল্প চর্চা করতে পারেননি। তবে তাঁর স্বপ্ন ছিল, মেয়ে নীলা একজন বড় নৃত্যশিল্পী হবে। নীলার বাবা চেয়েছিলেন স্ত্রীর সেই স্বপ্নপূরণ করতে। সেই কারণেই নীলার নাচ শেখা শুরু, আর মায়ের স্বপ্নপূরণ করে এই খুদে জিনিয়াস বহু পুরস্কার জিতে নিয়েছে। তার ঘরে সাজানো রয়েছে জিতে আনা ট্রফির সারি এবং তার প্রতিভার স্বীকৃতি হিসেবে শিক্ষকদের উৎসাহ-বার্তা।

নীলা এখনও পর্যন্ত 12টি রাজ্যে মেজর ক্লাসিকাল ডান্স পারফর্মেন্স করেছে এবং তার আশা, আগামী কয়েক বছরের মধ্যে সে ভারতের প্রতিটি রাজ্যে গিয়ে দর্শকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরতে পারবে। বড় হয়ে সে একজন পেশাদার ক্লাসিকাল নৃত্যশিল্পী হতে চায়। মাত্র 14 বছর বয়সেই সে এমন প্রতিভার পরিচয় দিয়েছে, বড় হওয়ার পরে সে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে যাবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

অঙ্কের এই খুদে জাদুকরের সাথে লজিকের যুদ্ধে নামুন -

মুম্বইয়ের বাসিন্দা কিয়ান সাওয়ান্ত দেখতে ছোটখাট- বয়স মাত্র 10 বছর- কিন্তু বয়স দেখে তার প্রতিভার বিচার করতে যাবেন না যেন! প্রাপ্তবয়স্করা যে সমস্যার সমাধান করতে গিয়ে নাজেহাল হয়ে যায়, সেগুলি এই খুদের কাছে জলভাত। এই বয়সেই সে অঙ্ক, বিজ্ঞান এবং লজিকের মতো বিষয়ের অলিম্পিয়াড চ্যাম্পিয়ান ও ইতিমধ্যেই তার ঝুলিতে চলে এসেছে ‘লিটল মাস্টার অফ লজিক্স’-এর শিরোপা। শুধু তা-ই নয়, দ্য চাইল্ড প্রডিজি ম্যাগাজিন বলছে, 2021 সালে সারা বিশ্বের সেরা 100 চাইল্ড প্রডিজির মধ্যে একজন হল ছোট্ট কিয়ান।

মঞ্চে আসার পরে, বোর্ডে লেখা একটি জটিল অঙ্কের সমস্যার সমাধান করে ফেলেছে অনায়াসে। কারও সাহায্য বা পেশাদারি প্রশিক্ষণ ছাড়াই, কিয়ান মাত্র ছয় বছর বয়স থেকে এমন প্রতিভার প্রদর্শন করে চলেছে। এমনকী তার মাকে লাভ-লোকসানের হিসেব বুঝিয়ে দিয়েছিল সেই ছয় বছর বয়সেই!

এমন অনন্য প্রতিভা পরীক্ষা করার জন্য, এই এপিসোডে কিয়ানের মুখোমুখি হবেন নীলকান্ত ভানু প্রকাশ। অঙ্কে অসাধারণ প্রতিভার জন্য নীলকান্তকে হিউম্যান ক্যালকুলেটর বলা হয়, তিনিও বহু বিশ্ব রেকর্ডের অধিকারী। এই প্রতিভাবান গণিত বিশেষজ্ঞের চোখা চোখা প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে তাক লাগিয়ে দিয়েছে কিয়ান। হতবাক নীলকান্ত স্বীকার করে নিয়েছেন, কিয়ান ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

একই মঞ্চে এমন অসামান্য মেধার বিকাশ সচরাচর দেখা যায় না, #BYJUSYoungGenius2-এর এই এপিসোড আপনাকে অনুপ্রাণিত করবে নিশ্চিত ভাবেই। পুরো এপিসোড দেখে নিন এখানে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: BYJU'S Young Genius, Byjus, BYJUSYoungGenius2