ডিসেম্বরে হতে চলেছে একাধিক পরীক্ষা৷ CBSE থেকে CLAT সহ আরও অন্যান্য পরীক্ষাগুলি কবে হবে জেনে নিন

Last Updated:

CBSE থেকে CLAT বহু পরীক্ষাই হবে ডিসেম্বর মাসে৷ কবে কোন পরীক্ষা হবে রইল তালিকা৷

ডিসেম্বরে হতে চলেছে একাধিক পরীক্ষা৷ CBSE থেকে CLAT সহ আরও অন্যান্য পরীক্ষাগুলি কবে হবে জেনে নিন
ডিসেম্বরে হতে চলেছে একাধিক পরীক্ষা৷ CBSE থেকে CLAT সহ আরও অন্যান্য পরীক্ষাগুলি কবে হবে জেনে নিন
#নয়াদিল্লি: ডিসেম্বর মানেই একদিকে ক্রিসমাসের মজা, আর অন্যদিকে পরীক্ষার চিন্তা৷ CBSE থেকে CLAT বহু পরীক্ষাই হবে এই মাসে৷ কবে কোন পরীক্ষা হবে রইল তালিকা৷
LAT ২০২৩: এবছর CLAT-এর পরীক্ষা হবে ডিসেম্বরের ১৮ তারিখে, অফলাইন মোডে, জানাল দ্য কনসর্টিয়াম অফ ন্যাশানাল ল ইউনিভার্সিটিজ৷ পরীক্ষার্থীরা CLAT-এর অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন৷ ডিসেম্বরের ৬ তারিখ থেকে উপলব্ধ হবে এই অ্যাডমিট কার্ড৷
আইন নিয়ে স্নাতক এবং স্নাতকত্তর স্তরে পড়ার জন্য দেশের আইন বিশ্ববিদ্যালয় গুলিতে সুযোগ পেতে CLAT পরীক্ষা দিতে হয়৷ এই পরীক্ষা দিয়ে দেশের ২২ টি আইন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়৷
advertisement
advertisement
CBSE তারিখ ঘোষণা: ক্লাস ১০ এবং ১২ পরীক্ষার তারিখ ঘোষণা করল CBSE বোর্ড৷ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে জানাচ্ছে CBSE৷ CBSE- এর দুটি অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbse.nic.in-এ গিয়ে বিষদে জানতে পারবেন৷
advertisement
JEE Main registrations: শুরু হয়ে যাবে JEE main2023-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ ড্সেম্বরের ১১ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ পরীক্ষা হবে সকাল ভাগে, সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত এবং বিকাল ৩ টা থেকে ৬ পর্যন্ত৷
advertisement
JNUEE admit card: জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jnueexams.nta.ac.in-এ অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে৷ পরীক্ষা হবে CBT পদ্ধতিতে৷ ডিসেম্বরের ৭,৮,৯ এবং ১০ তারিখে হবে JNU-এর প্রবেশিকা পরীক্ষা৷
XAT: Xavier Aptitude Test (XAT) 2023 -এর আবেদনের সময়সীমা বাড়াল জেভিয়ারস্ স্কুল অফ ম্যানেজমেন্ট৷ পরীক্ষার্থীরা জেভিয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট xatonline.in-এ গিয়ে আবেদন করতে পারবেন৷ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে খরচ হবে ২০০০ টাকা৷ XAT2023 -এর টিকিট পাওয়া যাবে ডিসম্বরের ২০ তারিখ থেকে, এবং জানুয়ারির ৮ তারিখে পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানান হয়েছে৷ পরীক্ষা শুরু হবে দুপুর ২.০০ থেকে এবং চলবে বিকাল ৫.১০ পর্যন্ত৷ XAT-এর মার্কস থেকে ১৬০ টিরও বেশি প্রতিষ্ঠানে MBA পড়ার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা৷
advertisement
NEET SS choice-filling: NEET-এর সুপার স্পেশালিটি কাউনন্সেলিং-এর পছন্দের ভর্তি বর্তমানে চলছে৷ ডিসেম্বরের ৮ এবং ৯ তারিখ পর্যন্ত এই বরাদ্দ করার প্রক্রিয়া চলছে৷ ডিসেম্বরের নাম নথিভুক্ত করার শেষ তারিখ ডিসেম্বরের ১০ তারিখ৷
Delhi nursery admissions registrations 2023-24: দিল্লিতে নার্সারিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে৷ যেসব অভিভাবকরা তাঁদের বাচ্চাদের নাম নথিভুক্ত করতে চান তারা দিল্লির শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট- edudel.nic.in-এ তা করতে পারেন৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ডিসেম্বর। রাজধানী শহরের ১,৮০০ টিরও বেশি বেসরকারি স্কুলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি বা এন্ট্রি-লেভেল ক্লাস চলছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ডিসেম্বরে হতে চলেছে একাধিক পরীক্ষা৷ CBSE থেকে CLAT সহ আরও অন্যান্য পরীক্ষাগুলি কবে হবে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement