সামনেই CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের
- Published by:Ankita Tripathi
Last Updated:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডের পক্ষ থেকে ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার সম্ভাব্য তারিখ জানান হল৷ ঘোষণা অনুযায়ী ২০২৩ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বোর্ডের পরীক্ষা
#নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডের পক্ষ থেকে ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার সম্ভাব্য তারিখ জানান হল৷ ঘোষণা অনুযায়ী ২০২৩ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বোর্ডের পরীক্ষা৷ কবে কোন পরীক্ষা হবে সে বিষয়ে খুব তাড়াতাড়ি বিষদে জানিয়ে দেওয়া হবে ৷ CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট গুলিতে অর্থাৎ cbse.nic.in অথবা cbse.gov.in, এই দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষার রুটিন৷
করোনার কারণে আগের বছর একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়নি, দুভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল৷ তবে এবছর নিয়ম বদলাচ্ছে৷ এবছর CBSE এবং CISE দুই কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষাই করোনার পূর্ববর্তী নিয়মে ফিরে যাচ্ছে৷ মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে এবং ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকছে ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের জন্য৷ ইতিমধ্যেই দুই বোর্ডের পক্ষ থেকেই নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: Exclusive || Primary TET Examination: প্রাথমিকে TET-এর প্রশ্নপত্র নিয়ে আরও 'কড়া' পর্ষদ, নয়া নির্দেশিকায় বড় চমক!
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্র্যাক্টিক্যাল পরীক্ষা, প্রোজেক্ট এবং ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট শুরু হবে ১ জানুয়ারি থেকে৷ কিন্তু দেশের যে সমস্ত জায়গায় প্রচন্ড ঠান্ডা পড়ে, সেখানকার স্কুলগুলি জানুয়ারিতে বন্ধ থাকে৷ তাই সেই সব স্কুলগুলিতে খানিক এগিয়ে আসবে প্র্যাক্টিক্যাল, প্রোজেক্ট এবং ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের তারিখ৷ সেক্ষেত্রে নভেম্বরের ১৫ থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা৷ ভিড়ভাট্টা এড়াতে এবং সোশ্যাল ডিসটেনসিং বজায় রাখতে ১০ জনের এক একটি গ্রুপ করে এইসব পরীক্ষা চালাবে স্কুলগুলি৷
advertisement
advertisement
আরও পড়ুন: West Midnapore News: ৩৪ সংস্থার চাকরির বন্যা আইআইটি খড়গপুরে, ২.৫ কোটি টাকার সুযোগ পড়ুয়াকে!
এবার সিলেবাসেও বেশ কিছু বদল এনেছে CBSE৷ করোনার কারনে বেশ কয়েকবছর সিলেবাস ছোটো করে দেওয়া হয়েছিল৷ কিন্তু প্রায় দু বছর পরে এবছর সম্পূর্ণ সিলেবাসেরই পরীক্ষা হবে৷ পরের বছর আরও কিছু বদল আসবে পরীক্ষাতে৷ শিক্ষার্থীদের দক্ষতার সঙ্গে তাঁদের পছন্দকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে৷
advertisement
কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার এই টাইমটেবিল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISE) সংস্থা তাদের ওয়েবসাইট cisce.org তে প্রকাশ করেছে৷ কেন্দ্রীয় বোর্ডগুলিতে কবে পরীক্ষা হবে তার সময়সূচী প্রকাশ করা হয়েছে৷ ক্লাস ১০ অর্থাৎ ICSE-এর পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির ২৭ তারিখে এবং শেষ হবে মার্চের ২৯ তারিখে৷ পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়৷ ক্লাস ১২ বা ISC-এর পরীক্ষা ফেব্রুয়ারীর ১৩ তারিখে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং মার্চের ৩১ তারিখ পর্যন্ত চলবে৷
Location :
First Published :
December 05, 2022 6:17 PM IST