সামনেই CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের

Last Updated:

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডের পক্ষ থেকে ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার সম্ভাব্য তারিখ জানান হল৷ ঘোষণা অনুযায়ী ২০২৩ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বোর্ডের পরীক্ষা

CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের
CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের
#নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডের পক্ষ থেকে ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার সম্ভাব্য তারিখ জানান হল৷ ঘোষণা অনুযায়ী ২০২৩ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বোর্ডের পরীক্ষা৷ কবে কোন পরীক্ষা হবে সে বিষয়ে খুব তাড়াতাড়ি বিষদে জানিয়ে দেওয়া হবে ৷ CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট গুলিতে অর্থাৎ cbse.nic.in অথবা cbse.gov.in, এই দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষার রুটিন৷
করোনার কারণে আগের বছর একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়নি, দুভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল৷ তবে এবছর নিয়ম বদলাচ্ছে৷ এবছর CBSE এবং CISE দুই কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষাই করোনার পূর্ববর্তী নিয়মে ফিরে যাচ্ছে৷ মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে এবং ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকছে ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের জন্য৷ ইতিমধ্যেই দুই বোর্ডের পক্ষ থেকেই নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: Exclusive || Primary TET Examination: প্রাথমিকে TET-এর প্রশ্নপত্র নিয়ে আরও 'কড়া' পর্ষদ, নয়া নির্দেশিকায় বড় চমক!
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্র্যাক্টিক্যাল পরীক্ষা, প্রোজেক্ট এবং ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট শুরু হবে ১ জানুয়ারি থেকে৷ কিন্তু দেশের যে সমস্ত জায়গায় প্রচন্ড ঠান্ডা পড়ে, সেখানকার স্কুলগুলি জানুয়ারিতে বন্ধ থাকে৷ তাই সেই সব স্কুলগুলিতে খানিক এগিয়ে আসবে প্র্যাক্টিক্যাল, প্রোজেক্ট এবং ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের তারিখ৷ সেক্ষেত্রে নভেম্বরের ১৫ থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা৷ ভিড়ভাট্টা এড়াতে এবং সোশ্যাল ডিসটেনসিং বজায় রাখতে ১০ জনের এক একটি গ্রুপ করে এইসব পরীক্ষা চালাবে স্কুলগুলি৷
advertisement
advertisement
এবার সিলেবাসেও বেশ কিছু বদল এনেছে CBSE৷ করোনার কারনে বেশ কয়েকবছর সিলেবাস ছোটো করে দেওয়া হয়েছিল৷ কিন্তু প্রায় দু বছর পরে এবছর সম্পূর্ণ সিলেবাসেরই পরীক্ষা হবে৷ পরের বছর আরও কিছু বদল আসবে পরীক্ষাতে৷ শিক্ষার্থীদের দক্ষতার সঙ্গে তাঁদের পছন্দকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে৷
advertisement
কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার এই টাইমটেবিল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISE) সংস্থা তাদের ওয়েবসাইট cisce.org তে প্রকাশ করেছে৷ কেন্দ্রীয় বোর্ডগুলিতে কবে পরীক্ষা হবে তার সময়সূচী প্রকাশ করা হয়েছে৷ ক্লাস ১০ অর্থাৎ ICSE-এর পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির ২৭ তারিখে এবং শেষ হবে মার্চের ২৯ তারিখে৷ পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়৷ ক্লাস ১২ বা ISC-এর পরীক্ষা ফেব্রুয়ারীর ১৩ তারিখে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং মার্চের ৩১ তারিখ পর্যন্ত চলবে৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
সামনেই CBSE ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, তারিখ ঘোষণা বোর্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement