Mamata Banerjee Assures School Teachers: 'যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের', নেতাজি ইন্ডোরের সভায় বড় ঘোষণা মমতা

Last Updated:

রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার পথেই হাঁটতে চলেছে বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

News18
News18
কলকাতা: বেঁচে থাকতে তিনি যোগ্য শিক্ষকদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সামনে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  তাঁর দাবি,  যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের৷ যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে তাঁর বিকল্প পরিকল্পনা তৈরি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, ‘আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি৷ আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন৷ মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না৷ এটা আমি কথা দিয়ে গেলাম৷’
একই সঙ্গে তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দেয়নি৷ রাজ্য সরকারকেও সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ততদিন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা চাইবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
২৫ হাজারের বেশি শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য এ দিন সরাসরি সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বিরোধীদের দিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ ২০২২ সাল থেকে এই খেলা শুরু হয়েছিল৷
advertisement
রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার পথেই হাঁটতে চলেছে বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বার রাজ্য সরকার এই আইনি লড়াইয়ে কোন আইনজীবীদের নিয়োগ করবে, সেই তালিকাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee Assures School Teachers: 'যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের', নেতাজি ইন্ডোরের সভায় বড় ঘোষণা মমতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement