Madhyamik Exam 2025: মাধ্যমিকের আগের রাতেই ঘটল...! জোর করেই যা করল পরীক্ষার্থী, জানলে চোখে জল আসবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Madhyamik Exam 2025: চূড়ান্ত শারিরীক অসুস্থতা বাদ সাধেনি পরীক্ষায়, মনের জোরে হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল রক্তাল্পতায় ভোগা পরীক্ষার্থী।
বাঁকুড়া: রক্তে হিমোগ্লোবিনের মাত্রা তলানিতে। প্রচন্ড দূর্বলতা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি হাসপাতালে। কিন্তু শারিরীক সেই প্রতিবন্ধকতাকে নিয়েই শুধুমাত্র মনের জোরকে সম্বল করে হাসপাতালের বেডে বসেই জীবনের বড় পরীক্ষা দিল বাঁকুড়ার ছাতনা ব্লকের আড়রা হাইস্কুলের ছাত্রী নিশা বাউরী।
কিছুদিন ধরেই শারীরিক দুর্বলতায় ভূগছিল বাঁকুড়ার ছাতনা ব্লকের আড়রা হাইস্কুলের ছাত্রী নিশা বাউরী। পরীক্ষা নিরিক্ষার পর জানা যায় নিশার শরীরে থাকা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্রাতিরিক্তভাবে কম রয়েছে। তড়িঘড়ি চিকিৎসকরা তাকে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তির কথা বলেন। সেই পরামর্শ অনুযায়ী গত ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় নিশাকে।
advertisement
advertisement
শারিরীক অসুস্থতার কারনে অনিশ্চিত হয়ে পড়ে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া। কিন্তু মনের অদম্য জোরে পরীক্ষায় বসার ইচ্ছা ছাড়তে পারেনি নিশা। মনের ইচ্ছার কথা জানাতেই ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ ও মাধ্যমিক শিক্ষা দফতর।
advertisement
ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের একটি পৃথক ওয়ার্ডে তার পরীক্ষা গ্রহণের আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর বেশ কিছুক্ষণ আগে হুইল চেয়ারে চাপিয়ে নিশাকে নিয়ে যাওয়া হয় ওই বিশেষ ওয়ার্ডে। সেখানেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে সে। চিকিৎসারত অবস্থায় এভাবে শুধুমাত্র মনের জোরকে সম্বল করে নিশা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারায় খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 3:02 PM IST

