Madhyamik Result 2025: যমজ দুই ভাইয়ের মাধ‍্যমিকের ফলাফলে খুশি কালচিনিবাসী!

Last Updated:

Madhyamik Result 2025: মাধ্যমিকের জোড়া সাফল্য দে ভৌমিক পরিবারের ছেলেদের।যমজ দুই ভাইয়ের মাধ্যমিকে সফল হওয়ার গল্প এখন কালচিনি বাসীর মুখে মুখে। যমজ দুই ভাই আকর্ষণ প্রথম থেকেই ছিল এলাকাবাসীদের কাছে। 

+
যমজ

যমজ ভাই

আলিপুরদুয়ার: মাধ্যমিকের জোড়া সাফল্য দে ভৌমিক পরিবারের ছেলেদের। যমজ দুই ভাইয়ের মাধ্যমিকে সফল হওয়ার গল্প এখন কালচিনিবাসীর মুখে মুখে। যমজ দুই ভাইের উপর প্রথম থেকেই নজর ছিল এলাকাবাসীদের।
মাধ্যমিক পরীক্ষায় তাঁক লাগানো নম্বর পেয়ে সকলকে মুগ্ধ করেছে এই দুই ভাই। মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে দুই যমজ ভাই সাগ্নিক দে ভৌমিক ও শ্রেয়ান দে ভৌমিক। দুজনই কালচিনির বাসিন্দা। জন্মের সময় কয়েক মিনিটের ব্যবধান ছিল তাঁদের। মাধ্যমিকের ফলাফলে রয়েছে এক নম্বর।  সাগ্নিক ও শ্রেয়ানের মোট নম্বর ৬৩১।
আরও পড়ুনঃ ঝড়-জল-দমকা হাওয়া কাঁপাবে একের পর এক জেলা! কী হবে কলকাতায়? কবে কাটবে দুর্যোগের ঘোর?
তাঁরা পড়াশুনো করে কালচিনি ইউনিয়ন এক‍্যাডেমি স্কুলে। তাঁদের ফলাফলে সকলে উচ্ছসিত থাকলেও, মাধ্যমিকে তাঁদের এই ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় দুজনেই। আগামীতে আরও পরিশ্রম করে জেলা তথা রাজ্যের তালিকায় প্ৰথম সারিতে আসতে চায় যমজ ভাইরা।
advertisement
advertisement
ছোটবেলার থেকে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি, আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে বাস্তুকার হওয়ার ইচ্ছে সাগ্নিক ও শ্রেয়ান দুই ভাইয়েরই। হুবুহু মিল রয়েছে দুজনের চেহারায়। কোনটা সাগ্নিক আর কোনটা শ্রেয়ান তা ধরা যায় না। বিদ্যালয়ের শিক্ষকদেরও প্রথম প্রথম সমস্যা হত বলে জানা যায়। কালচিনির মতো চা বাগান এলাকায় পড়াশোনা করে এতটা সফলতা কি করে এলো সেই প্রসঙ্গে যমজ দুই ভাই জানান, “কোনও সময় ধরে আমরা পড়াশোনা করিনি। যতটা পড়েছি নিজেদের চেষ্টায়। অবশ্যই আমাদের পেছনে পরিবারের সদস্যদের পাশাপাশি, শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে।আগামী দিনে এর থেকে আরও ফল করতে চাই দুজনই।”
advertisement
সায়ন ও সাগ্নিকের বাবা একজন চাকরিজীবী, আর মা ঘর সামলান। এ বিষয়ে তাঁদের মা সীমা দে ভৌমিক বলেন, “ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে বেশি কিছু বলতে হয়নি ছেলেদের। মাধ্যমিকে তাঁদের এই ফলে খুশি হলেও আগামীতে আরও ভালো ফল করবে এমনটাই আশা করছি। এলাকার নাম উজ্জ্বল করুক আমার এই দুই ছেলে, এটাই চাই।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2025: যমজ দুই ভাইয়ের মাধ‍্যমিকের ফলাফলে খুশি কালচিনিবাসী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement