Madhyamik Result 2024: বৃহস্পতিবার মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়া! কখন রেজাল্ট? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Madhyamik 10th Class Result 2024 : বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশের পরে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে তা দেখা যাবে।
কলকাতা: ভোটের মরসুমে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। ২ মে, বৃহস্পতিবার রেজাল্ট বেরোবে দশম শ্রেণীর। লক্ষ লক্ষ পড়ুয়া অপেক্ষায় মাধ্যমিকের ফলাফল প্রকাশের। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশের পরে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে তা দেখা যাবে।
advertisement
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এর মতো সরকারি ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট থেকেও মাধ্যমিকের ফল জানা যাবে। ওই দিনই সকাল ১০টায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট পেতে পারবে।
advertisement
আরও পড়ুন: সারারাত মোবাইল চার্জে, রোজ ১০০ শতাংশ চার্জ দেন ফোনে! মোবাইলে কতটা চার্জ দেওয়া উচিত জানেন?
কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা।
ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট
advertisement
— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
—লগ-ইন করলেই দেখা যাবে রেজাল্ট
আরও পড়ুন: এই গরমে ডাল-ভাতই সেরা, মুগ-মুসুর ডাল মিশিয়ে খেলে কী হয়? কাদের জন্য ‘মহৌষধ’ হতে পারে জানুন
এ বছর মাধ্যমিকে প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলাফল প্রকাশিত হবে ২ মে, বৃহস্পতিবার। ফল বেরনোর পর শুক্রবারই একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 1:40 PM IST

