Madhyamik Result 2024: অভাব, প্রতিবন্ধকতা কাটিয়ে মাধ্যমিকে সাফল্য! ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন শঙ্করের

Last Updated:

Madhyamik Result 2024: পড়াশোনার ক্ষেত্রে কোন প্রকার ঘাটতি রাখা হয়নি। তাই শংকর যদি ভবিষ্যৎ দিনে আরও পড়াশোনা করতে চায়, তাঁরা অবশ্যই করাবেন। শংকরের ভবিষ্যতের শিক্ষক হয়ে ওঠার ইচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাঁর মা।

+
শংকরকে

শংকরকে মার্কশিট ও সার্টিফিকেট দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক

কোচবিহার: ইতিমধ্যেই ঘোষণা হয়েছে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল।  কোচবিহারের নজর কাড়া সাফল্য অর্জন করেছে মাধ্যমিক ২০২৪-এর ফলাফলে। তবে এর পাশাপাশি আরও বহু ছাত্র-ছাত্রী রয়েছে, যারা মেধা তালিকায় স্থান না পেলেও ভাল ফল করেছে। এমনই এক ছাত্রের নাম শঙ্কর দেব সিংহ। মাধ্যমিকে তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪১০। কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকায় বাড়ি শঙ্করের। একেবারে ছোট্ট বয়স থেকে বিশেষভাবে সক্ষম সে। আর পাঁচটা সাধারণ ছেলের মতো জীবন নয় তার। এছাড়া তাঁদের সংসারে রয়েছে আর্থিক অনটন। তাঁর বাবা পেশাগতভাবে একজন রঙ মিস্ত্রী। এবং মা গৃহবধূ।
শংকর জানায়, দীর্ঘ সময় ধরে কোচবিহারের বাবুরহাট এলাকার সরকারি আবাসনে সে থাকছে। এই আবাসনটি বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি। কারণ, কোচবিহার থেকে নিশিগঞ্জ চলাফেরা করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে পড়াশুনার বিষয় নিয়ে  স্কুল শিক্ষকেরা অনেকটাই সহযোগিতা করেছেন তাকে। এছাড়া  সহপাঠীদের থেকেও অনেকটাই সাহায্য পেয়েছে। ভবিষ্যতে তার ইচ্ছা, আরও ভাল পড়াশোনা করে একজন শিক্ষক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার। যাতে তাঁর মতন আরও অনেক ছাত্র-ছাত্রীদের সে পড়ানোর সুযোগ পায়।
advertisement
শঙ্করের মা জানান, একেবারেই অভাবের সংসার তাঁদের। দীর্ঘ সময় ধরে টানাটানি সংসারে কোনও মতে দিন চলে তাঁদের। তবে শঙ্করের পড়াশোনার ক্ষেত্রে কোন প্রকার ঘাটতি রাখেননি তাঁরা। তাই শঙ্কর যদি ভবিষ্যৎ দিনে আরও পড়াশোনা করতে চায়, তাঁরা অবশ্যই করাবেন। শংকরের ভবিষ্যতের শিক্ষক হয়ে ওঠার ইচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাঁর মা।  শঙ্করের স্কুলের প্রধান শিক্ষক লিটন দাস জানান, শংকর বেশ মেধাবী পড়ুয়া। সে যখন ক্লাসে থাকত তখন রেকর্ডারের মাধ্যমে ক্লাসের  পড়ানোর বিষয়টি সম্পূর্ণ রেকর্ড করত। তারপর বাড়িতে গিয়ে শুনে শুনে সেগুলি আয়ত্ব করত।
advertisement
advertisement
মাধ্যমিক ২০২৪ এর ফলাফলে শংকরের সাফল্য খুশির হাওয়া নিয়ে এসেছে টাউন হাই স্কুলের মধ্যে। এছাড়া শংকরের মা-বাবা অনেকটাই খুশি শঙ্করেরএই সাফল্যের কারণে। আগামী দিনে শংকর আরও ভালো ফলাফল করুক। এবং নিজের লক্ষ্যে পর্যন্ত পৌঁছে যাক এমনটাই প্রত্যাশা সকলের।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024: অভাব, প্রতিবন্ধকতা কাটিয়ে মাধ্যমিকে সাফল্য! ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন শঙ্করের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement