Madhyamik Result 2024 1st Boy: মাধ্যমিকের ফার্স্ট বয় চন্দ্রচূড়, স্কুলে যেতেই এ কী কাণ্ড ঘটল? দেখলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Madhyamik Result 2024 1st Boy: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন রামভোলা স্কুলে ঢুকতেই এ কী কাণ্ড। দেখুন ভিডিও
কোচবিহার: বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছ। আর তারপর থেকেই রীতিমতো খুশি উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারের মানুষেরা। ফলাফল প্রকাশের পর থেকেই খুশির হাওয়া বইতে শুরু করে কোচবিহার জেলা জুড়ে। তার একটি মাত্র কারণ, রাজ্যের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার শীর্ষে রয়েছে কোচবিহার জেলার এক ছাত্র।
কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। এবারের মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৩। তবে জেলার রামভোলা হাইস্কুল থেকে এই প্রথম কোনও ছাত্র রাজ্যে প্রথম হয়েছে। আর তাতেই খুশির বাধ ভেঙেছে স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের।
আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে
এদিন ফল ঘোষণার পর বাজনা বাজিয়ে চন্দ্রচূড়কে স্কুলে আনার ব্যবস্থা করা হয়। বাড়ি থেকে বেরিয়ে চন্দ্রচূড়কে নিয়ে বেশ কিছুটা শহর পরিক্রমা করে রামভোলা হাইস্কুল কতৃপক্ষ। তারপর তাঁকে নিয়ে আসা হয় রামভোলা স্কুলে। সকলের সঙ্গে পা মিলিয়ে কৃতি ছাত্র চন্দ্রচূড় সেন জানান, “জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে একটা ভয় তো কাজ করেই। তবে নিজেকে সাহসী হতে হবে। এছাড়া এটাই জীবনের চূড়ান্ত নয়। আরও পরীক্ষা রয়েছে। তাই ভয় না পেয়ে মনোযোগ সহকারে পরীক্ষা দিতে হবে। তাহলেই ভাল ফল পাওয়া যাবে। এছাড়া এবারের তার সঙ্গে পাশ করা বাকি মাধ্যমিক পরীক্ষার্থীদের সে শুভেচ্ছা জানিয়েছে।”
advertisement
advertisement
জেলা বিদ্যালয় পরিদর্শক সমর চন্দ্র মণ্ডল জানান, “পরীক্ষায় শুধু ভাল নম্বর পেয়ে পাশ করলেই চলবে না। একজন ভাল এবং আদর্শ মানুষ হয়ে উঠতে হবে সমাজের বুকে। তাহলেই সেই ছাত্রের সফলতা প্রমাণিত হয়। এই বিষয়টির সকল পরীক্ষার্থীদের তিনি সবসময় বলে থাকেন। তবে তিনি আশা রাখছেন চন্দ্রচূড় ভবিষ্যতে একজন ভাল ও সফল মানুষ হয়ে উঠবে। এবং আগামীতে তার আরও ভাল ফলাফল জেলার মুখ উজ্বল করবে সেটাই আশা রাখেন তিনি।” চন্দ্রচূড়ের এই সাফল্য যে জেলার নাম ইতিমধ্যেই অনেকটাই উজ্বল করে তুলেছে সেটা কিন্তু নিশ্চিত। তাই বিদ্যালয়ের এভাবে বাজনা বাজিয়ে কৃতি ছাত্রকে অভিনন্দন জানানোর এই বিষয়টি সকলের সাধুবাদ কুড়িয়েছে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 4:26 PM IST
