Madhyamik Examination 2024: পারিবারিক বিবাদের জেরে চরম বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থী, শিকেয় উঠল পড়াশোনা
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Madhyamik Examination 2024: চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন পারিবারিক বিভাগের কারণে বিপাকে পড়েছেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। পারিবারিক বিবাদ এর কারণে এই বর্তমান সময়ের সময়ে এসেও হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতে হচ্ছে।
তমলুক: চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন পারিবারিক বিবাদের কারণে বিপাকে পড়েছেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। পারিবারিক বিবাদ এর কারণে এই বর্তমান সময়ের সময়ে এসেও হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতে হচ্ছে। ফলে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে সারাদিনে মাত্র তিন ঘন্টা পড়াশোনা করেই পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। আর এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত বাড়ধূর্পা গ্রামে। ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের জেরে ভুক্তভোগী মাধ্যমিকের এক ছাত্রী।
বাড়ধূর্পা গ্রামে অনন্যা ঘোড়াই নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী স্থানীয় এক স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় তার পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈদ্যুতিক আলো। কারণ রাতের বেলায় পড়াশোনা করার জন্য বৈদ্যুতিক আলোর ব্যবহার করতে পারছে না। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অথচ পরিবারে বিদ্যুতের কোনও বকেয়া বিল নেই। বিদ্যুৎ দফতরের কর্মীরা কোনও রকম নোটিশ ছাড়াই পাড়া-প্রতিবেশীদের চাপে তাদের পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আর তাতেই ওই মাধ্যমিক পরীক্ষার্থী রাতের বেলায় পড়াশুনা করছে হ্যারিকেনের আলোয়। জানা যায় পারিবারিক বিবাদের কারণেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাড়ধূর্পা গ্রামে ঘোড়াই পরিবারে পাঁচ ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘ এক দশক ধরে গন্ডগোল চলছে। সেই গন্ডগোলেরই শিকার হল এবারের এক মাধ্যমিক পরীক্ষার্থীছাত্রী।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় সমস্যায় পরীক্ষার্থী। হ্যারিকেনের আলোতেই কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সময়ে। বিদ্যুতের বিল সঠিক সময়ে দিয়ে দেওয়া সত্ত্বেও কোনও কারণ না দেখিয়ে বিদ্যুৎ কেটে দিয়েছে বিদ্যুৎ দফতর। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার দাবি, কোনওরকম নোটিশ ছাড়াই বিদ্যুৎ দফতরের কর্মীরা পাড়া-প্রতিবেশী ও তার অন্যান্য ভাইয়ের চাপে পড়ে তার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে। আর বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে অসুবিধার সম্মুখীন ওই পরীক্ষার্থী। ৩১ জানুয়ারি রাতের বেলা বিদ্যুৎ দফতরের লোকেরা গ্রামবাসীদের চাপে পড়ে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন বলে দাবি ওই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর পরিবারের।
advertisement
এই ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দফতরে সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার রঞ্জিত কুমার মন্ডল জানান, বৈদ্যুতিক বিল মেটানো থাকলে কোনওভাবেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। এই ক্ষেত্রে বিল মেটানো থাকা সত্ত্বেও কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল তা তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন। এবং এই ব্যাপারে যাতে অতি শীঘ্র বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেই ব্যাপারে তিনি দফতরের কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে পারিবারিক গন্ডগোলের কারণে বিদ্যুৎ দফতরের কর্মীরা একপ্রকার চাপে পড়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থী।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 06, 2024 1:32 PM IST








