Madhyamik 2023 Examination Schedule|| ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৩ সালের মাধ্যমিক, রইল সম্পূর্ণ পরীক্ষাসূচি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Madhyamik Examination 2023 Routine: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর আগামী বছরের পরীক্ষাসূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
advertisement
advertisement
এ দিকে, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। তবে পরীক্ষার্থীদের ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও এক ঘণ্টা। অর্থাৎ, ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ১০টা থেকে৷ বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা গেলেও, সবার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। এ ছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
advertisement
এ বারের মেধা তালিকার শীর্ষে রয়েছেন ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
advertisement
Location :
First Published :
June 03, 2022 9:52 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2023 Examination Schedule|| ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৩ সালের মাধ্যমিক, রইল সম্পূর্ণ পরীক্ষাসূচি...