Madhyamik 2023: মাধ্যমিকের জের, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated:

Madhyamik Examination 2023: মূলত যে স্কুলগুলির ক্যাম্পাসে প্রাথমিক বিভাগের সঙ্গে সঙ্গে মাধ্যমিক বিভাগও যুক্ত সেই স্কুলগুলিতেই ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের জের, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
মাধ্যমিকের জের, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
কলকাতা: আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার জেরে এবার রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত যে প্রাথমিক স্কুলগুলির সঙ্গে মাধ্যমিক স্কুলগুলি যুক্ত রয়েছে সেই স্কুলগুলিতেই ছুটি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার গাইডলাইনকে মাথায় রেখেই স্কুল গুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একাংশের তরফে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও মাধ্যমিক পরীক্ষার নজরদারিতে কাজে লাগানো হচ্ছে?
যদিও পর্ষদ সূত্রে খবর, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার কয়েকটি স্কুলের ক্ষেত্রেই প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নজরদারির কাজে লাগানো হচ্ছে। সেক্ষেত্রে আর কোনও জেলায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নির্দেশিকা জেনে রাজ্যের একাধিক প্রাথমিক স্কুল ছুটি থাকছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে গতবারের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চার লক্ষ কমেছে। যার জেরে প্রায় ছয় লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ইতিমধ্যেই তার চূড়ান্ত প্রস্তুতিও নিয়েছে পর্ষদ। নবান্নের তরফে ১৯ দফা গাইড লাইন জারি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে সেই নির্দেশ কার্যকর হয়েছে বলেই পর্ষদ সভাপতি দাবি করেছেন।
advertisement
advertisement
পাশাপাশি শিশুদের মধ্যে সম্প্রতি অ্যাডিনোভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। তা নিয়েও স্কুলগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাকে মাথায় রেখে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর সময় পুলিশি নিরাপত্তা রাখার কথা বলা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হাইকোর্টের নির্দেশে একাধিক গ্রুপ ডি-এর চাকরি যাওয়ার জেরে শিক্ষক কেন্দ্রগুলিতে গ্রুপ ডি সংকট দেখা দিতে পারে বলেই পর্ষদ আশঙ্কা প্রকাশ করলেও অন্যান্য স্কুল থেকে গ্রুপ ডি কর্মী এনে সেই সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সেই নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সবমিলিয়ে পরীক্ষা শুরু হতে আর ২৪ ঘণ্টা বাকি না থাকলেও একের পর এক নির্দেশিকা মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে জারি করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023: মাধ্যমিকের জের, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement