Madhyamik Exam 2026: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় এবার রচনা কোন কোন বিষয়ে আসতে পারে? রইল শেষ মুহূর্তের সাজেশন
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Madhyamik Exam 2026: বিশেষ করে ৩৬ নম্বরের এমসিকিউ ও এসএকিউ অংশ বুঝে উত্তর করলে নম্বর পাওয়া অনেক সহজ হয়। খাতা পরিষ্কার রাখার দিকেও বিশেষ নজর দিতে হবে। রইল বাংলা সাজেশন...
কলকাতা: মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি: বাংলায় ফুল মার্কস পেতে কোন স্ট্র্যাটেজি মানবেন পরীক্ষার্থীরা? মাধ্যমিক পরীক্ষা ছাত্রজীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। সোমবার শুরু হতে চলেছে ২০২৬ শিক্ষাবর্ষের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নিলে বাংলা পরীক্ষায় ভাল ফল করা সম্ভব, সেই নিয়েই গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দিলেন জলপাইগুড়ির সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগ্নিক ভট্টাচার্য।
তিনি জানান, পরীক্ষার হলে ঢুকে প্রথমেই প্রশ্নপত্র ভাল ভাবে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ৩৬ নম্বরের এমসিকিউ ও এসএকিউ অংশ বুঝে উত্তর করলে নম্বর পাওয়া অনেক সহজ হয়। খাতা পরিষ্কার রাখার দিকেও বিশেষ নজর দিতে হবে। অযথা কাটাকুটি না করে ভুল হলে এক দাগে কেটে সংশোধন করাই শ্রেয়। পরীক্ষার খাতায় নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যাতে একেবারে নির্ভুল এবং পরিষ্কার লেখা হয় সেদিকে নজর দিতে হবে।
advertisement
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস
বাংলা পরীক্ষার প্রস্তুতিতে বঙ্গানুবাদ, ব্যাকরণ ও রচনা– সবকিছুই বিষয় অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করা জরুরি। রচনার ক্ষেত্রে আত্মচেতনা, বিজ্ঞান, পরিবেশ, উত্তরবঙ্গের সাম্প্রতিক ভয়াবহ বন্যা কিংবা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে বিষয়গুলি ভালভাবে প্রস্তুত রাখলে সুবিধা হবে। পাঁচ নম্বরের প্রশ্নে পার্ট মার্কিং থাকায় প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটি উত্তর আলাদা অনুচ্ছেদে লিখলে পরীক্ষক বুঝতে সুবিধা পান এবং খাতাও সুন্দর দেখায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ১০০-য় ১০০, ইংরেজিতে ফুল মার্কস সম্ভব! মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের জন্য লাস্ট মিনিট সাজেশন শিক্ষকের
এমসিকিউ-এর জন্য গল্প, কবিতা ও রিডিং অংশ খুঁটিয়ে পড়ার পরামর্শও দেন শিক্ষক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– ঘুম। পরীক্ষার আগের দিন পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি, টেস্ট পেপার সল্ভ করলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে। সব মিলিয়ে চিন্তামুক্ত থেকে, পরিকল্পনা মেনে পড়াশোনা করলেই মাধ্যমিকে সাফল্য নিশ্চিত এমনটাই মত শিক্ষকের।z
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 11:45 AM IST











