Madhyamik 2026 English Suggestion: ১০০-য় ১০০, ইংরেজিতে ফুল মার্কস সম্ভব! মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের জন্য লাস্ট মিনিট সাজেশন শিক্ষকের
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Madhyamik 2026 English Suggestion: স্বাভাবিকভাবে শেষ মুহূর্তের জন্য শিক্ষকের এই ছোট ছোট টিপস মানলে অতি সহজে পাশ নাম্বার পাওয়া এবং ১০০-তে ১০০ পাওয়া যাবে খুব সহজে।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মাধ্যমিক পরীক্ষা ২০২৬ আসন্ন। সামান্য কয়েকদিন পরই পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতি পড়ুয়াদের মধ্যে। তবে একদম শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের খুঁটিনাটি তুলে ধরলেন বেলদা গঙ্গাধর একাডেমির সহকারী প্রধান শিক্ষক তথা ইংরেজি বিষয়ের শিক্ষক বিজন ষড়ঙ্গী।
কীভাবে লিখতে হবে পরীক্ষায়? কোন প্রশ্ন থেকে পাওয়া যাবে ছাঁকা নম্বর? তার বিস্তারিত বর্ণনা দেন শিক্ষক। কী কী শেষ মুহূর্তে প্রস্তুতির টিপস দিলেন, জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: ‘আমি ওঁর সিদ্ধান্তে একেবারেই হতাশ নই’, প্রিয় অরিজিতের প্লেব্যাক ছাড়ার ঘটনায় আর কী লিখলেন শ্রেয়া? ভাইরাল পোস্ট
ইংরেজি বিষয়ে অঙ্কের মতো ভাল নম্বর পাওয়া যায়। ১০০ তে ১০০ নম্বর পেতে গেলে পরিষ্কার খাতা, নির্দিষ্ট পয়েন্ট ধরে উত্তর লেখা, সিন কিংবা আনসিন প্যাসেজ খুঁটিয়ে পড়া, নির্দিষ্ট প্রশ্নের উত্তর লেখা, পরিষ্কার বাক্য গঠন করে রাইটিং লিখলে খুব ভাল নম্বর পাওয়া যাবে, মাধ্যমিকে। শিক্ষকের মতে প্রথমে গিয়ে, প্রশ্নপত্র ভাল ভাবে খুঁটিয়ে পড়তে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: রেকর্ড দাম বৃদ্ধির পর এবার কি সস্তা হবে রুপো? জেনে নিন বিনিয়োগকারীদের এখন কী করা উচিত
এছাড়াও ট্রু/ফলস প্রশ্নের জন্য লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্স। এছাড়াও নির্দিষ্ট তথ্য দেওয়া রাইটিং প্যাসেজ লিখতে হবে যার ফলে মিলতে পারে ছাঁকা নম্বর। স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা এবং খাতার যথাযথ মান ঠিক রাখা, প্রয়োজনীয় তথ্য অনুযায়ী লিখলে অনায়াসে ভাল নম্বর পাওয়া যাবে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষায়।
advertisement
স্বাভাবিকভাবে শেষ মুহূর্তের জন্য শিক্ষকের এই ছোট ছোট টিপস মানলে অতি সহজে পাশ নাম্বার পাওয়া এবং ১০০ তে ১০০ পাওয়া যাবে খুব সহজে।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 28, 2026 3:48 PM IST









