Madhyamik Exam 2024: বাংলাতেও মাধ্যমিকে ফুল মার্কস? গুরুত্বপূর্ণ টিপস দিলেন শিক্ষক, পরীক্ষায় বসার আগে অবশ‍্যই দেখুন

Last Updated:

এই নিয়ম মেনে লিখলে বাংলায় এক নম্বরও কাটা কঠিন হয়ে পড়ে বলেই জানালেন শিক্ষক।

+
বাংলাতেও

বাংলাতেও মাধ্যমিকে ফুল মার্কস? গুরুত্বপূর্ণ টিপস দিলেন শিক্ষক, পরীক্ষায় বসার আগে অবশ‍্যই দেখুন

হাওড়া: বাংলায় ফুল মার্কস পাওয়া যেতে পারে এই নিয়ম মানতে পারলেই। বাংলায় ফুল মার্কস মোটেও কঠিন নিয়। প্রশ্নের উত্তর উত্তর লেখার ক্ষেত্রে কোন দিক বেশি গুরত্ব দিতে হবে। সে বিষয়ে বিস্তারিত জানালেন বাংলা বিষয়ে অভিজ্ঞ শিক্ষক অনীত রায়গুপ্ত। একজন ছাত্র সারাবছর যা পড়েছে তার উপর নিজের আত্মবিশ্বাস এবং টেনশন মন থেকে মুছে আনন্দের সঙ্গে পরীক্ষার হলে যাওয়া।
সারা বছর পাঠ্যবই পড়ার পাশাপাশি বাজার চলতি যে কোনও সহায়িকা এবং টেস্ট পেপার অনুসরণ করে পরীক্ষা প্রস্তুতি নিলেই ভাল নাম্বার পাওয়া যেতে পারে
 
advertisement
বিশেষ করে গত বছরের প্রশ্নপত্র ফলো করতে হবে। সেই সমস্ত প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষা প্রস্তুতি প্রয়োজন।তবে অনেক ক্ষেত্রে গত বছরের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে।
নাটকের ক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসবে। প্রবন্ধ ‘ বাংলা ভাষার বিজ্ঞান ‘ বা ‘হারিয়ে যাওয়া কালি কলম ‘এর যে কোনও মনযোগ দিয়ে পড়তে হবে।
advertisement
প্রবন্ধের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত রচনা। বিশেষ করে ২০২৩ সালে মহাকাশ গবেষণায় অভূতপূর্ব সাফল্য এসেছে। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে ভাবনা-চিন্তা থাকা দরকার।এর উপর রচনা আসতে পারে।
তিন নম্বরের প্রশ্নের উত্তরে ৬০ থেকে ৭০ টা শব্দ লেখার কথা বলা হয়।
ভাল নাম্বারের ক্ষেত্রে সঠিক বানান বোধ থাকা খুব দরকার।
advertisement
বর্তমান সময়ে বাংলাতে ১০০ এর মধ্যে ১০০ পাওয়া যেতে পারে। ঠিক মত লিখলে ১ নম্বরও কাটার জায়গা থাকে না। বলেই জানিয়েছেন শিক্ষক মহাশয়।
পরীক্ষার খাতা দেখার সময় ছাত্র-ছাত্রীদের যে বড় ভুল লক্ষ্য করা যায়। ছোট প্রশ্নর সংখ‍্যা এখন বেশি। কোনও ছাত্র প্রথমে নিজে সঠিক উত্তরে টিক চিহ্ন করেছিল। কিন্তু পরবর্তী সময় হল ম্যানেজ করতে গিয়ে নিজের জানা প্রশ্ন হয়তো কেটে ভুল উত্তরে টিক করতে দেখা গেছে। তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখা জরুরি।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: বাংলাতেও মাধ্যমিকে ফুল মার্কস? গুরুত্বপূর্ণ টিপস দিলেন শিক্ষক, পরীক্ষায় বসার আগে অবশ‍্যই দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement