Madhyamik: বড় ঘোষণা! চলতি সপ্তাহেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Last Updated:

Madhyamik : মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজই মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্কুলগুলির উদ্দেশ্যে পাঠানো শুরু করা হবে।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর দু’মাস বাকি নেই এবার মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার দিতে শুরু করল মাধ্যমিক পরীক্ষার্থীদের। চলতি সপ্তাহ থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার পৌঁছে যাবে বলেই, আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুধবার থেকে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদের পাঠানো শুরু হবে টেস্ট পেপারের কপি। তারপরেই স্কুল মারফত টেস্ট পেপার পেয়ে যাবেন স্কুলগুলি।
যদিও অনেকটা দেরিতে টেস্ট পেপার প্রকাশ করা হচ্ছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুলে স্কুলে নভেম্বর মাসেই শেষ হয়েছে। কিন্তু তারপরেও কেন এত সময় লাগল টেস্ট পেপার তৈরি হতে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পর্ষদের দাবি প্রত্যেকটি স্কুলকেই স্কুলের প্রশ্নপত্র পাঠানোর কথা বলা হয়েছিল। অনেক স্কুলই প্রশ্নপত্র পাঠানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করেছে। তার জেরেই কিছুটা দেরি হয়েছে বলেই দাবি করছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার দেয়। এই টেস্ট পেপারে একদিকে যেমন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থাকে তেমনি মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র রাখা হয় এই টেস্ট পেপারে। এবারেও মাধ্যমিকের টেস্ট পেপার ঠিক সেই ভাবেই তৈরি করা হয়েছে বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের। যদিও একাংশের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছানোর আগেই কয়েকটি সংগঠনের টেস্ট পেপার ইতিমধ্যেই বাজারে যেতে শুরু করেছে।
advertisement
তার জেরে সেই সংগঠনগুলির টেস্ট পেপার ও ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে গেছে। তবে এবার মাধ্যমিক পরীক্ষা অনেকটাই এগিয়ে আনা হয়েছে বলে একাংশের বক্তব্য টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছানোর টার্গেট অনেকটাই আগে রাখলে ভাল হতো। মঙ্গলবার টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলতি সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই রাজ্যে সব ছাত্র-ছাত্রীদের হাতে মাধ্যমিকের টেস্ট পেপার পৌঁছে যাবে বলেই আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik: বড় ঘোষণা! চলতি সপ্তাহেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement