Madhyamik 2024: শেষ মুহূর্তে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! মাধ্যমিক নিয়ে অভিভাবকদের খোলা চিঠি! বিস্তারিত জানুন

Last Updated:

Madhyamik 2024: মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। সেই খোলা চিঠিতে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন রাখা হয়েছে।

কলকাতাঃ আগামীকাল থেকে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। আর এই মাধ্যমিক পরীক্ষা নিয়েই অভিভাবক-অভিভাবিকা দের কাছে বড় আবেদন রাখল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। সেই খোলা চিঠিতে অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ আবেদন রাখা হয়েছে। যে আবেদনে বলা হয়েছে মোবাইল পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলে পরীক্ষা বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তাই নিষিদ্ধ কোন বস্তু বা মোবাইল ফোন যাতে কোন পরীক্ষার্থী না নিয়ে আসতে পারেন তার জন্য অভিভাবকরা সচেতনভাবে ব্যবস্থা নিন।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে এই ‘সিক্রেট’ টিপস মিস করলেই বিপদ! কমবে ইংরেজি পরীক্ষার নম্বর
পরীক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকার জন্য এমনই খোলা চিঠি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির। প্রশ্ন এই চিঠিতে আরও বলা হয়েছে শুধুমাত্র মোবাইল ফোন নয় নিষিদ্ধ কোন বস্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলেই পর্ষদ এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সময়সূচি বদল করেছে। খোলা চিঠিতে সেটাও জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ দু তারিখ থেকে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটার পর থেকেই পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। সকাল ৯ঃ৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত হবে পরীক্ষা। সকাল ৯ঃ৪৫ থেকে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের বিলি করা হবে। সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষা। খোলা চিঠিতে লেখা হয়েছে প্রশ্নপত্রের ওপরে যে সিরিয়াল কোড থাকবে সেই সিরিয়াল কোড পরীক্ষার্থীরা যখন অ্যাটেন্ডেন্স সিটে সই করবে সেখানেও নির্দিষ্ট স্থানে লিখতে হবে এবং উত্তরপত্রের ওপরেও ওই কোড নম্বরটি লিখতে হবে।
advertisement
তবে এই ধরনের খোলা চিঠি দেওয়ার কেন প্রয়োজনীয়তা হল? পর্ষদের দাবি বিভিন্ন সময় বিক্ষিপ্ত ভাবে দেখা গেছে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা। সেক্ষেত্রে কোন পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্র পর্যন্ত না নিয়ে আসতে পারেন তার জন্য অভিভাবক অভিভাবিকা দের সচেতন করার চেষ্টা পর্ষদের। এই খোলা চিঠি দেওয়ার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিও বুধবার জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যারা পরীক্ষার ঘরে invigilator হিসেবে কাজ করবেন তাঁদের একটি বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে পরীক্ষা শুরু হওয়ার আগে।
advertisement
advertisement
সেই বিজ্ঞপ্তিতে মূলত প্রশ্নপত্রের ওপরে যে কোড সেই কোড লেখা এবং মোবাইলে কেউ প্রশ্নপত্রের ছবি তুললে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী ধরা পড়বে এই ঘোষণাও করতে বলা হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা যাতে না ঘটে তা নিয়েই চিন্তিত পর্ষদের আধিকারিকরা। সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা ঢুকতে শুরু করলেও আটটার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2024: শেষ মুহূর্তে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! মাধ্যমিক নিয়ে অভিভাবকদের খোলা চিঠি! বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement