হোম /খবর /শিক্ষা /
আর চিন্তা নেই, এই সাজেশন ফলো করলে ইংরেজিতে দুর্দান্ত নম্বর মিলবে মাধ্যমিকে

Madhyamik 2023| English Suggestions|| আর চিন্তা নেই, এই সাজেশন ফলো করলে ইংরেজিতে দুর্দান্ত নম্বর মিলবে মাধ্যমিকে

X
মাধ্যমিক [object Object]

Madhyamik 2023 English Suggestions: ইংরেজি নিয়ে আর চিন্তা নেই ছাত্র-ছাত্রীদের। রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ মেনে চললেই মাধ্যমিকে ইংরেজিতে ফুল মার্কস।

  • Share this:

পুরুলিয়া: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ হল মাধ্যমিক। তাই মাধ্যমিকে ভাল নম্বর তোলার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে চলে কম্পিটিশন। কে, কতখানি ভাল নম্বর পেতে পারে চলে তারই প্রচেষ্টা।

মাধ্যমিক পরীক্ষার রুটিন অনুসারে প্রতিবছরই দ্বিতীয় পরীক্ষা পড়ে ইংরেজি। বহু ক্ষেত্রে ইংরেজি বিষয়ের উপর ছাত্র-ছাত্রীদের মনে ভয়-ভীতি তৈরি হয়। সহজ উপায়ে ইংরেজি পরীক্ষায় ভাল নম্বর তোলার বেশ কিছু টিপস বলে দিচ্ছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর দেবাশীষ চ্যাটার্জী। তিনি বলেন, টেস্ট পেপারের প্রথম কিছু পাতা বারংবার অনুশীলন করতে হবে। কোনও অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে সলভ করার টেস্ট পেপারের উত্তরগুলো যাচাই করে নিতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের জন্য জীবন বিজ্ঞানে কী পড়বে? মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল লাস্ট মিনিট সাজেশন

মাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর পাওয়ার সবথেকে বড় সিক্রেট হল নির্ভুল ইংরেজি জানতে হবে। তার জন্য প্রয়োজন প্র্যাকটিস। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এমসিকিউ প্যাটার্নে প্রশ্নের উত্তর দিতে হয়। সে ক্ষেত্রে ট্রু ফলস লেখার সময় 'টি' অথবা 'এফ' ব্যবহার করার পরামর্শ দেন তিনি। বড় প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি পয়েন্ট কে তুলে ধরতে হবে।‌ লজিক্যালি সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ভৌতবিজ্ঞান নিয়ে আর ভয় নেই, দারুণ পরামর্শ দিলেন হুগলির নামকরা শিক্ষক

মাধ্যমিক স্তরে রাজ্যের নাম বরাবরই উচ্চতার শিখরে পৌঁছে দেয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের দুর্দান্ত রেজাল্টের তালিকায় সদা-সর্বদা রামকৃষ্ণ মিশনের নাম থাকে। বিগত বছরের মতো এ বছরও রামকৃষ্ণ মিশনের ছাত্রদের মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভাল হবে বলে আশা রাখছেন মিশনে শিক্ষকেরা। অভিজ্ঞ শিক্ষকদের এই টিপস মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের অনেকটা উপকার হবে বলে আশা করা যাচ্ছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Shubhagata Dey
First published:

Tags: Board Exams 2023, Madhyamik 2023