Madhyamik Exam 2025: হাতে বাকি ৭ দিন! মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ভাল নম্বর তোলার রইল লাস্ট মিনিটের সাজেশন

Last Updated:

মাধ্যমিক পরীক্ষায় কি প্রশ্ন থাকবে, কীভাবে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে তা নিয়ে চিন্তা থাকে অনেকের। ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কিভাবে থাকছে এবং কিভাবে উত্তর লেখা উচিত সেই বিষয়ে পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিলেন অভিজ্ঞ শিক্ষিকা তনুশ্রী নায়েক।

+
পরীক্ষা

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীরা- প্রতিকী চিত্র 

ঝাড়গ্রাম: সামনে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই নিয়ে বেশ চিন্তায় থাকে ছেলেমেয়েরা। তবে কীভাবে উত্তর লিখতে হবে? কী কী সম্ভাব্য প্রশ্ন আসতে পারে? কীভাবে লিখলে মিলবে ভাল নম্বর? বিস্তারিত সাজেশন দিলেন ঝাড়গ্রামের ঝাড়গ্রাম সদরের ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা তনুশ্রী নায়েক। আসন্ন মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান নিয়ে তিনি সবিস্তারে বর্ণনা দিলেন। কী জানালেন তিনি?
ভৌতবিজ্ঞানে ১ থেকে সর্বোচ্চ ৩ নম্বরের প্রশ্ন থাকবে। ৩ নম্বরের ঊর্ধ্বে কোন প্রশ্ন থাকবে না। প্রশ্নপত্রে চারটি বিভাগ থাকবে। প্রথমে থাকছে বিভাগ ‘এ’। যেখানে এক নম্বরের ১৫টি এমসিকিউ প্রশ্ন থাকবে। যার পূর্ণমান হবে ১৫। তারপর রয়েছে বিভাগ ‘বি’। এখানে এক নম্বরের ২১ টি প্রশ্ন রয়েছে। যার পূর্ণমান ২১। কিছু কিছু প্রশ্নের অথবা রয়েছে। এই বিভাগে ২১ টি প্রশ্নটি উত্তর লিখতে হবে।
advertisement
advertisement
বিভাগ ‘সি’ তে রয়েছে ২ নম্বরের ৯টি প্রশ্ন। যার পূর্ণমান হল ১৮ নম্বর। এখানে অথবা প্রশ্নেও থাকবে। তারপর রয়েছে বিভাগ ‘ডি’। এখানে ৩ নম্বরের ১২টি প্রশ্ন থাকবে। যার পূর্ণমান ৩৬। এই বিভাগেই সবচেয়ে বেশি নম্বর থাকছে যেখানে ৩ নম্বরের প্রশ্নগুলি বিভিন্ন গ্রুপে থাকতে পারে। অথবা প্রশ্নও থাকছে ‘ডি’ গ্রুপে।
আরও পড়ুনঃ বাসি হলেই ভাত ফেলে দিচ্ছেন? ভুল কুরছেন! এইভাবে খান বাসি ভাত! যেমন উপকার তেমনি সুস্বাদু
ভৌতবিজ্ঞানের শিক্ষিকা তনুশ্রী নায়েক জানিয়েছেন খাতার সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। ভৌতবিজ্ঞান পরীক্ষার মোট পূর্ণ নম্বর থাকছে ৯০ এবং তার জন্য সময় থাকছে ৩ ঘন্টা ১৫ মিনিট। প্রতিটি প্রশ্ন ভালো করে পড়ে তারপরেই অল্প কথায় গুছিয়ে লিখলে পাওয়া যাবে ভালো নম্বর।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2025: হাতে বাকি ৭ দিন! মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ভাল নম্বর তোলার রইল লাস্ট মিনিটের সাজেশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement