Purulia News: পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতে চান? একাদশ শ্রেণিতে চলছে ভর্তি! জেনে নিন সমস্ত খুঁটিনাটি
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টে তাক লাগে যায় গোটা রাজ্যবাসীর। তাই এই স্কুলে ভর্তি হতে অপেক্ষায় থাকেন পড়ুয়া থেকে অভিভাবকেরা।
পুরুলিয়া: পড়ুয়াদের জীবনে চলার পথে অন্যতম বড় সিঁড়ি উচ্চ মাধ্যমিক। পড়ুয়াদের ভবিষ্যতের ভীত মজবুত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর করে। মাধ্যমিক দেওয়ার পর তাই অভিভাবকেরাও উদগ্রীব থাকেন সন্তানদের নামী স্কুলে ভর্তি করানোর জন্য।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন তার মধ্যে অন্যতম। ছাত্ররা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন। তবে রামকৃষ্ণ মিশনে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
পড়ুয়াদের বেশ কিছু মানদণ্ডের নিরিখে রামকৃষ্ণ মিশনে ভর্তি নেওয়া হয়ে থাকে। তার জন্য প্রস্তুতিও থাকে দীর্ঘদিনের।এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন , ২০২৪ সালে ইলেভেনের এডমিশনের জন্য ফরম ফিলাপের সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস। ফরম ফিলাপের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। রামকৃষ্ণ মিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ছাত্ররা অ্যাপ্লিকেশন করতে পারবে। ২৫ফেব্রুয়ারি এডমিশন টেস্ট নেওয়া হবে।
advertisement
মূলত দুটি ধাপে পরীক্ষা হবে। একটি হবে রিটিন ও অন্যটি ওরাল টেস্ট। মাধ্যমিক পরীক্ষার পরেই ক্লাস ইলেভেনের ভর্তির পরীক্ষা হবে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে। এপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইট দুটি রয়েছে সেগুলি হল www.rkmvpurulia.org এবং www.rkmv.in । তাই উৎসাহী ছাত্ররা যারা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটগুলি ফলো করতে পারে।
advertisement
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফলতার নজির সৃষ্টি করেছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টে তাক লাগে যায় গোটা রাজ্যবাসীর। তাই এই স্কুলে ভর্তি হতে অপেক্ষায় থাকেন পড়ুয়া থেকে অভিভাবকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 8:57 PM IST
