Students Credit Card|| কী কী শর্তে পাওয়া ‌যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পড়ুয়াদের বোঝালেন বিডিও

Last Updated:

Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে কালচিনির প্রতিটি স্কুলের পড়ুয়াদের অনুরোধ করছেন বিডিও।পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই আবেদন করেছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।

+
title=

#আলিপুরদুয়ার: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা নিতে কালচিনির প্রতিটি স্কুলের পড়ুয়াদের অনুরোধ করছেন বিডিও। পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই আবেদন করেছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।
দুয়ারে সরকার ক্যাম্পে এসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার ফর্ম ফিলআপ করতে বলেছেন তিনি। সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পরিষেবার বিষয়ে বুধবার প্রতিটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে খোলাখুলি আলোচনা করলেন বিডিও। তাদের অভিভাবকদের বোঝালেন তিনি।
আরও পড়ুনঃ রেললাইনের ধারে জলাশয়ে খেলছিল ২ বুনো হাতি! আদুরে ভিডিও মন ভাল করবে
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই কার্ডের সাহায্যে এ রাজ্যের পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সকলকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার জন্য ৪০ বছর পর্যন্ত বয়সের পড়ুয়ারাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে খুব কম সুদে পাওয়া ঋণ ১৫ বছর ধরে শোধ করতে পারবেন পড়ুয়ারা। নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য ব্যাঙ্কিং সেক্টরের প্রতিনিধিদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুনঃ খবর এসেছিল গোপনে, নকশালবাড়িতে পিক‌আপ ভ্যান আটকাল পুলিশ, তারপর যা ঘটল...
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্রের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই কার্ডের আবদনের ক্ষেত্রে পড়ুয়াদের বাবা-মায়ের ট্যাক্স সার্টিফিকেট লাগবে না। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পড়ুয়াদের ঠিকানার প্রমাণপত্র, তাঁর পরিবারের মোট আয়ের প্রমাণপত্র, মার্কশিট, অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে হবে।
advertisement
উল্লেখিত, নথিগুলির সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছ'মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদন করার পর রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনপত্র ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। আবেদন শেষে মোবাইলে একটি মেসেজের মাধ্যমে আবেদন গৃহীত হল কিনা তা জানিয়ে দেওয়া হবে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Students Credit Card|| কী কী শর্তে পাওয়া ‌যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পড়ুয়াদের বোঝালেন বিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement