Viral Video|| রেললাইনের ধারে জলাশয়ে খেলছিল ২ বুনো হাতি! আদুরে ভিডিও মন ভাল করবে
Last Updated:
Jalpaiguri Viral Video: জলপাইগুড়ির মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা চা বাগানে বুনো হাতির একটি দল শাবক সহ আটকে পরে বুধবার সকালে।
#জলপাইগুড়ি: জলপাইগুড়ির মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওরা চা বাগানে বুনো হাতির একটি দল শাবক সহ আটকে পরে বুধবার সকালে। বুনো হাতির দলটিতে একটি বাচ্চা-সহ ১০ হাতি ছিল।বুধবার সকালে হাতির দলকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। হাতি দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। হাতি বেরোনোর খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দফতরের মাল রেঞ্জের বনকর্মীরা।
প্রসঙ্গত, বুনো হাতির দলটি নেওড়া চা বাগান হয়ে গরুমারা জঙ্গলে যাওয়ার সময় দলে থাকা একটি শাবকের চলচলে অসুবিধা হওয়ায় আটকে পরে দলটি। স্থানীয় সূত্রে জানা যায়, "শাবক-সহ বুনো হাতির পুরো দলটিই আটকে পরে ওই এলাকায়"। বুধবার সকাল থেকে বনকর্মীরা বুনো হাতির দলটিকে গরুমারা জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চালায়।
আরও পড়ুনঃ খবর এসেছিল গোপনে, নকশালবাড়িতে পিকআপ ভ্যান আটকাল পুলিশ, তারপর যা ঘটল...
বন্যপ্রাণ মাল স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, "হাতির দলটিতে শাবক থাকায় তাদের গতি অনেকটাই কম ছিল। কয়েকদিন আগেই হয়তো শাবকটির জন্ম হয়েছে। আমরা হাতির দলটিকে জঙ্গলে পাঠাচ্ছি। সঙ্গে ওই এলাকায় আমরা নজরদারিও রাখছি।" শেষ পাওয়া খবর অনুযায়ী দুপুর দু'টো নাগাদ হাতির দলটিকে গরুমারা জঙ্গলে ফেরায় মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা।
advertisement
advertisement
নেওড়া চা বাগানের বাসিন্দা মোহন ওড়াও বলেন, মঙ্গলবার রাতের দিকে মাল ব্লকের আশেপাশে এলাকায় খাবারের সন্ধানে বের হয়েছিল হাতির দলটি। বুধবার সকালে জঙ্গলে ফিরতে না পারায় নেওড়া চা বাগানেই দাঁড়িয়ে পড়ে সব হাতি। তবে বন কর্মীদের চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হয়।
সুরজিৎ দে
Location :
First Published :
November 02, 2022 6:33 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral Video|| রেললাইনের ধারে জলাশয়ে খেলছিল ২ বুনো হাতি! আদুরে ভিডিও মন ভাল করবে