SBI ব্যাঙ্কে ৩৩২৩ শূন্যপদ! অফিসার র্যাঙ্কে চাকরির সুযোগ! আবেদন করুন সরাসরি এই লিঙ্কে
- Published by:Tias Banerjee
Last Updated:
SBI Recruitment 2025: SBI ৩৩২৩ পদের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন প্রক্রিয়া ৯ মে ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত চলবে।
SBI CBO নিয়োগ ২০২৫: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সার্কেল বেসড অফিসার (CBO) পদের জন্য ৩৩২৩টি শূন্যপদে অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ মে ২০২৫ থেকে এবং চলবে ২৯ মে ২০২৫ পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট — [sbi.co.in](https://sbi.co.in)-এ ৯ মে ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
মোট শূন্যপদের সংখ্যা:
৩৩২৩টি সার্কেল বেসড অফিসার (CBO) পদ, সার্কেল অনুযায়ী বিস্তারিত শূন্যপদের তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
যোগ্যতার মানদণ্ড:
📘শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং কস্ট অ্যাকাউন্টেন্সির ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা (৩০ এপ্রিল ২০২৫ অনুযায়ী):
সর্বনিম্ন বয়স: ২১ বছর
সর্বোচ্চ বয়স: ৩০ বছর
advertisement
অর্থাৎ ১ মে ১৯৯৫ থেকে ৩০ এপ্রিল ২০০৪-এর মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন (উভয় তারিখ-সহ)।
আবেদন ফি:
সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: ₹৭৫০
SC/ST/PwBD: কোনও ফি নেই
ফি অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাংকিং/UPI-এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া (How to Apply):
1. অফিসিয়াল ওয়েবসাইটে যান — [sbi.co.in](https://sbi.co.in)
2. হোমপেজে “Careers” সেকশনে ক্লিক করুন
advertisement
3. SBI CBO 2025 আবেদনের লিংকে ক্লিক করুন
4. নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন
5. শিক্ষাগত ও ব্যক্তিগত তথ্য পূরণ করুন
6. প্রয়োজনীয় নথিপত্র (ছবি ও সিগনেচার স্ক্যান করে) আপলোড করুন
7. অনলাইনে আবেদন ফি প্রদান করুন
8. ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করে সংরক্ষণ করুন
নির্বাচন প্রক্রিয়া:
* অনলাইন পরীক্ষা
advertisement
* স্ক্রিনিং
* ইন্টারভিউ
* স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই (Local Language Proficiency Test)
🔗সরাসরি আবেদন লিংক:
👉 [SBI CBO 2025 Application Link](https://sbi.co.in/web/careers) (সরকারি ওয়েবসাইট)
📢 গুরুত্বপূর্ন তারিখ:
আবেদন শুরু: ৯ মে ২০২৫
আবেদন শেষ: ২৯ মে ২০২৫
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 4:25 PM IST