Job Vacancy: হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে হাজার হাজার ভ্যাকেন্সি

Last Updated:

Job Vacancy: AP MLHP Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল বা তার আগে আবেদনপত্র পত্র জমা দিতে হবে।

Job Vacancy: health and family welfare ap mlhp recruitment
Job Vacancy: health and family welfare ap mlhp recruitment
#নয়াদিল্লি: সম্প্রতি অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের (Andhra Pradesh Health Medical & Family Welfare Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিশাখাপত্তনম, রাজমুন্দ্রি, গুন্টুর এবং কাডাপায় মিড লেভেল হেলথ প্রোভাইডার পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
AP MLHP Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৬ এপ্রিল বা তার আগে আবেদনপত্র পত্র (Job Vacacy) জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
AP MLHP Recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ ৪৭৫৫টি
জোন I (বিশাখাপত্তনম)- ৯৭৪টি পদ
জোন II (রাজামুন্দ্রি)- ১৪৪৬টি পদ
জোন III (গুন্টুর)- ৯৬৭টি পদ
জোন IV (কাডাপা)- ১৩৬৮টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগ (Andhra Pradesh Health Medical & Family Welfare Department)
শূন্যপদের সংখ্যা৪৭৫৫
কাজের স্থানঅন্ধ্রপ্রদেশ
কাজের ধরণসরকারি
নির্বাচন পদ্ধতিমেধা তালিকা
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমদেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ ১৬.০৪.২০২২
পদের নামমিড লেভেল হেলথ প্রোভাইডার
advertisement
AP MLHP Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশের তারিখ: ২০ এপ্রিল ২০২২
প্রভিশনাল মেরিট লিস্টে অবজেকশনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২২
চূড়ান্ত মেরিট লিস্ট এবং প্রভিশনাল সিলেকশন লিস্ট প্রকাশের তারিখ: ২৫ এপ্রিল ২০২২
প্রভিশনাল সিলেকশন লিস্টে অবজেকশনের শেষ তারিখ: ২৬ এপ্রিল ২০২২
ফাইনাল লিস্ট প্রকাশের তারিখ: ২৭ এপ্রিল ২০২২
advertisement
কাউন্সেলিংয়ের তারিখ: ২৮ থেকে ৩০ এপ্রিল ২০২২
AP MLHP Recruitment 2022: বয়সসীমা
সর্বোচ্চ- ৩৫ বছর
বিসি, এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী- ৪০ বছর
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=download-hmfw-ap-recruitment-2022-notification.pdf করে দেখতে পারেন।
সরাসরি আবেদনের লিঙ্ক- http://ncdcd.ap.gov.in/mlhp_registrations_form/
মিড লেভেল হেলথ প্রোভাইডার পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: হেলথ মেডিক্যাল এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগে হাজার হাজার ভ্যাকেন্সি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement