Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনে ফ্যাক্টরি ইনস্পেকটর নিয়োগ, জেনে নিন বিশদে

Last Updated:

Job Vacancy: APSC Recruitment 2021: প্রার্থীদের আগামী ২০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: assam apsc to recruit inspector of factories
Job Vacancy: assam apsc to recruit inspector of factories
#গুয়াহাটি: সম্প্রতি অসম পাবলিক সার্ভিস কমিশনের (Assam Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাক্টরি ইনস্পেকটর (Inspector of Factorie) পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আসাম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
APSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে  (Job Vacancy) আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের লিঙ্ক- https://apscrecruitment.in/#/auth/home
APSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের (Labour Welfare Department) অধীনে ফ্যাক্টরি ইন্সপেকটর পদে নিয়োগ করা হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাঅসম পাবলিক সার্ভিস কমিশন (Assam Public Service Commission)
পদের নাম ফ্যাক্টরি ইনস্পেকটর
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানঅসম
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতাইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যে কোনও শাখায় ডিগ্রি; বিশেষত মেকানিক্যাল/ কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা বা ভালো মানের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের অভিজ্ঞতা
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২০.০১.২০২২
advertisement
APSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যে কোনও শাখায় ডিগ্রি; বিশেষত মেকানিক্যাল/ কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা বা ভালো মানের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
APSC Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৩ বছরের কম এবং ৩৮ বছরের বেশি হওয়া উচিত নয়। প্রার্থীদের বয়সসীমা শিথিলকরণের বিষয়ে বিশদ বিবরণের জন্য অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি দেখতে হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রার্থীদের বয়সসীমা স্বীকৃত কেন্দ্রীয়/রাজ্য বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা ম্যাট্রিকুলেশন / HSLC অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেটের ভিত্তিতে গণনা করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনে ফ্যাক্টরি ইনস্পেকটর নিয়োগ, জেনে নিন বিশদে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement