Asiatic Society Kolkata Recruitment 2021: কলকাতা এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। (Asiatic Society Kolkata Recruitment 2021)

কলকাতা এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
কলকাতা এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
#কলকাতা: সম্প্রতি কলকাতা এশিয়াটিক সোসাইটির (Asiatic Society) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, বাইন্ডার/ মেন্ডার, জুনিয়ার অ্যাটেনডেন্ট ইত্যাদি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে (Asiatic Society Kolkata Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে asiaticsocietykolkata.org গিয়ে খোঁজ নিতে পারেন (Asiatic Society Kolkata Recruitment 2021)।
আরও পড়ুন: দারুণ খবর ! আসছে প্রচুর নতুন চাকরির সুযোগ; ভারতে চাকরির বাজার বেড়েছে অনেকাংশেই
Asiatic Society Recruitment 2021: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। পেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই asiaticsocietykolkata.org আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Asiatic Society Recruitment 2021: আবেদন পদ্ধতিপ্রার্থীদের পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট (জন্ম তারিখের প্রমানপত্র, মার্কশীট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট) সহ প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, “General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata -700016”। কেবলমাত্র স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমেই আবেদনপত্র পাঠাতে হবে।
Asiatic Society Recruitment 2021: শূন্যপদের সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Asiatic Society Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ-বি নন- মিনিস্ট্রেরিয়াল): ২টি পদ লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি মিনিস্ট্রেরিয়াল): ৯টি পদ বাইন্ডার/ মেন্ডার (গ্রুপ-সি নন- মিনিস্ট্রেরিয়াল): ১টি পদ জুনিয়ার অ্যাটেনডেন্ট : ৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: এশিয়াটিক সোসাইটি, কলকাতা (Asiatic Society) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ-বি নন- মিনিস্ট্রেরিয়াল), লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি মিনিস্ট্রেরিয়াল), বাইন্ডার/ মেন্ডার (গ্রুপ-সি নন- মিনিস্ট্রেরিয়াল), জুনিয়ার অ্যাটেনডেন্ট শূন্যপদের সংখ্যা: ১৭ কাজের স্থান: কলকাতা কাজের ধরন: কিছু জানানো হয়নি নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১
Asiatic Society Recruitment 2021: বিশেষ ঘোষণাসমস্ত পদের জন্যই নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পে কমিশনের মাপ অনুযায়ী ডিএ ও অন্যান্য অ্যালাওয়েন্স সহ মাসিক বেতন দেওয়া হবে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Asiatic Society Kolkata Recruitment 2021: কলকাতা এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement