NCRTC Recruitment 2021: ২২৬টি শূন্য পদে নিয়োগের বিরাট সুযোগ! আবেদন শুরু আজ থেকেই, জেনে নিন বিস্তারিত...

Last Updated:

NCRTC Recruitment 2021: আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে। আবেদন করা যাবে NCRTC-র অফিসিয়াল ওয়েবসাইট-এ।

NCRTC-তে নিয়োগে শূন্যপদের বিবরণ
বিভিন্ন বিভাগে মোট ২২৬টি পদে নিয়োগ করবে NCRTC। এর মধ্যে রয়েছে -
advertisement
১. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (মেকানিক্যাল) পদে ২টি শূন্যপদ
২. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) পদে ৩৬টি শূন্যপদ
৩. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (ইলেকট্রনিক্স) পদে ২২টি শূন্যপদ
৪. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (সিভিল) পদে ২টি শূন্যপদ
৫. প্রোগ্রামিং অ্যাসোসিয়েট পদে ৪টি শূন্যপদ
advertisement
৬. টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে ৪৩টি শূন্যপদ
৭. টেকনিশিয়ান (ইলেকট্রনিক মেকানিক) পদে ২৭টি শূন্যপদ
৮. টেকনিশিয়ান (এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেটর) পদে ৩টি শূন্যপদ
৯. টেকনিশিয়ান (ফিটার) পদে ১৮টি শূন্যপদ
১০. টেকনিশিয়ান ওয়েল্ডার পদে ২টি শূন্যপদ
১১. স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর, ট্র্যাফিক কন্ট্রোলার পদে রয়েছে ৬৭টি শূন্যপদ।
NCRTC-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
advertisement
আবেদন শুরু হচ্ছে আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০ টা থেকে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। ওই দিন রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন গৃহীত হবে।
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অক্টোবরেই। পরীক্ষা হতে পারে অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে। তারিখ এখনও ঠিক করা হয়নি।
advertisement
NCRTC-তে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা ও যোগ্যতা
১. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (মেকানিক্যাল) পদে সর্বোচ্চ ২৮ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - মেকানিক্যাল ইঞ্জিনিয়রিংয়ে ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন
২. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) পদে সর্বোচ্চ ২৮ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়রিংয়ে ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন
৩. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (ইলেকট্রনিক্স) পদে সর্বোচ্চ ২৮ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়রিংয়ে ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন
advertisement
৪. মেইনটেনেন্স অ্যাসোসিয়েট (সিভিল) পদে সর্বোচ্চ ২৮ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়রিংয়ে ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন
৫. প্রোগ্রামিং অ্যাসোসিয়েট পদে সর্বোচ্চ ২৮ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - কম্পিউটার সায়েন্স, IT, BCA, Bsc (IT)-তে ৩ বছরের ডিপ্লোমা
advertisement
৬. টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে সর্বোচ্চ ২৫ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ITI (NCVT/SCVT)-র সার্টিফিকেট থাকতে হবে
৭. টেকনিশিয়ান (ইলেকট্রনিক মেকানিক) পদে সর্বোচ্চ ২৫ পর্যন্ত প্রার্থীরা আবেদন করে পারবে। যোগ্যতা - ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে ITI (NCVT/SCVT)-র সার্টিফিকেট থাকতে হবে
৮. টেকনিশিয়ান (এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেটর) পদে ২৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন মেকানিক ট্রেডে ITI (NCVT/SCVT)-র সার্টিফিকেট থাকতে হবে
advertisement
৯. টেকনিশিয়ান (ফিটার) পদে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে ফিটার ট্রেডে ITI (NCVT/SCVT)-র সার্টিফিকেট থাকতে হবে
১০. টেকনিশিয়ান ওয়েল্ডার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ হতে হবে সর্বোচ্চ। সঙ্গে ওয়েল্ডার ট্রেডে ITI (NCVT/SCVT)-র সার্টিফিকেট থাকতে হবে
১১. স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর, ট্র্যাফিক কন্ট্রোলার পদে ২৮ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। এর জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা এমনই কোনও বিষয়ে অথবা ফিজক্স, কেমিস্ট্রি, গণিতে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
NCRTC-তে নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য
বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি বেসিক কম্পিউটার টেস্টের মাধ্যমে বাছাইয়ের প্রক্রিয়া হবে। তার পর মেডিক্যাল টেস্ট। তবে, স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটর, ট্র্যাফিক কন্ট্রোলার পদের জন্য অতিরিক্ত সাইকোমেট্রিক পরীক্ষা দিতে হবে।
জানানো হয়েছে, লিখিত পরীক্ষা হওয়ার পর প্রার্থীদের ফিটনেস টেস্ট দিতে হবে। এর জন্য যা খরচা হবে তা প্রথমবার দেবে NCRTC।
নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এক নজরে
সংস্থা - NCRTC
পদের নাম - মেইনটেনেন্স-সহ বিভিন্ন পদ
শূন্যপদের সংখ্যা - ২২৬
কাজের ধরন - চুক্তিভিত্তিক
কাজের স্থান - জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ফিটনেট টেস্ট বা মেডিক্যাল টেস্ট
আবেদন করা যাবে - অনলাইনে
আবেদন প্রক্রিয়া শুরু - ১৫ সেপ্টেম্বর
আবেদন প্রক্রিয়া শেষ হবে - ৩০ সেপ্টেম্বর
পরীক্ষা- অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু
যোগ্যতা - বিভিন্ন পদের জন্য ভিন্ন যোগ্যতা প্রয়োজন
আবেদনের ফি - জানানো হয়নি
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NCRTC Recruitment 2021: ২২৬টি শূন্য পদে নিয়োগের বিরাট সুযোগ! আবেদন শুরু আজ থেকেই, জেনে নিন বিস্তারিত...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement