Karur Vysya Bank Recruitment 2021: ব্যাঙ্কে প্রচুর পদে আবেদনের আজই শেষ দিন, দেখে নিন এক নজরে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Karur Vysya Bank Recruitment 2021: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন, আজই আবেদনের শেষ দিন।
#নয়াদিল্লি: সম্প্রতি কারুর বৈশ্য ব্যাঙ্কের (Karur Vysya Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছিল। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন, আজই আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও বিশদে জানতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে www.kvb.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Karur Vysya Bank recruitment: আবেদনের তারিখ
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, ২০২১ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেই www.kvb.co.in আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
Karur Vysya Bank recruitment: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের অগস্ট, ২০২১ তারিখ অনুযায়ী ২১ থেকে ২৮ বছর বয়সী হতে হবে।
advertisement
Karur Vysya Bank recruitment: আবেদনের শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে অন্তত ৫০% নম্বর বা এর বেশি নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
যে সকল প্রার্থীরা বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে চান তারা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন-https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1
Karur Vysya Bank recruitment: পদ সংক্রান্ত ঘোষণা
নির্বাচিত প্রার্থীদের মূলত ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়গ করা হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগের শুরুতে মাসিক ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: কারুর বৈশ্য ব্যাঙ্ক
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: ১৮০০০
আবেদন পদ্ধতি: অফলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ৩০.০৯.২০২১
Karur Vysya Bank recruitment: কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ প্রার্থীদের কারুর বৈশ্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ-২ সেখানে হোমপেজে ক্যারিয়ার ট্যাবে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।
স্টেপ-৩ এর পর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
advertisement
স্টেপ-৪ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।
স্টেপ-৫ প্রার্থীদের ফর্ম জমা দেওয়ার পূর্বে ভালো করে দেখে নিতে হবে যাতে তথ্য প্রদানে কোনও ভুল না হয়। আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
September 30, 2021 5:56 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Karur Vysya Bank Recruitment 2021: ব্যাঙ্কে প্রচুর পদে আবেদনের আজই শেষ দিন, দেখে নিন এক নজরে