Job Vacancy: ব্যাঙ্কিং সেক্টরে বাড়ল clerk নিয়োগের শূন্যপদের সংখ্যা, জানুন বিশদে!
- Published by:Debalina Datta
Last Updated:
IBPS Clerk Recruitment 2021: প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।তবেই ব্যাঙ্কে চাকরির (Job Vacancy) সুযোগ পেতে পারেন৷
#নয়াদিল্লি: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের (Institute of Banking Personnel Selection) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক (clerk) পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।
IBPS Clerk Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - Ind vs Pak: India-র বিরুদ্ধে ম্যাচ জেতানো Pak ক্রিকেটার বলছেন শাহিন এখনও শিখছেন আর অ্যাডভানটেজ ভারত!
advertisement
IBPS Clerk Recruitment 2021: সম্ভাব্য পরীক্ষার তারিখ
অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলি ক্যারিক্যাল ক্যাডার পদে কর্মী নির্বাচনের জন্য আপাতত ভাবে ডিসেম্বর, ২০২১ এবং জানুয়ারি, ২০২২ তারিখ পরীক্ষার সময় নির্ধারণ করেছে।
advertisement
IBPS Clerk Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
পূর্বে IBPS-এর তরফে মোট ৭৮০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে আরও ৫৮টি পদ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মোট পদের সংখ্যা ৭৮৫৮টি। নির্বাচিত প্রার্থীদের ক্লার্ক হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)
পদের নাম: ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: ৭৮৫৮
কাজের স্থান: ভারত
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১
advertisement
IBPS Clerk Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রি থাকলে তারা আবেদনের যোগ্য। এছাড়াও কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত কোনও সমতুল্য যোগ্যতা থাকলে তারাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের কাছে অবশ্যই বৈধ মার্কশিট/ ডিগ্রি বা সার্টিফিকেট থাকতে হবে। যাতে প্রার্থীরা আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য বা পার্সেন্টেজ প্রদানে সক্ষম হয়।
advertisement
IBPS Clerk Recruitment 2021: গুরুত্বপূর্ণ ঘোষণা
প্রিলিমিনারি ও মেইন উভয় পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্র, নির্দিষ্ট ঠিকানা, তারিখ এবং সময় প্রার্থীদের জানানো হবে। আবেদনকারী প্রার্থীদের আবেদন করার সময় নিজেদের সঠিক ঠিকানা ও অন্যান্য তথ্য প্রদান করা আবশ্যিক। তবে প্রতিষ্ঠানের তরফে অনলাইনেই সমস্ত রকম তথ্য জানিয়ে দেওয়া হবে। কোনও কল লেটার ইত্যাদি পাঠানো হবে না।
Location :
First Published :
October 22, 2021 1:15 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ব্যাঙ্কিং সেক্টরে বাড়ল clerk নিয়োগের শূন্যপদের সংখ্যা, জানুন বিশদে!