JEE Advanced Result 2025: JEE Advanced-এ নজরকাড়া সাফল্য! জুনিয়ারদের জন্য মোক্ষেম টিপস দিলেন বালুরঘাটের বেদব্রতর
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
JEE Advanced Result 2025: জয়েন্ট এন্ট্রান্স এডভান্স পরীক্ষায় ৩৩৭৭ র্যাঙ্ক পেয়ে সারা শহরের মুখ উজ্জ্বল করল বালুরঘাট হাই স্কুলের ছাত্র বেদব্রত ঘোষ। আগামী দিনে আইআইটি-তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সে।
দক্ষিণ দিনাজপুর: বয়স মাত্র ১৮, কিন্তু সাফল্যের ছাপ ইতিমধ্যেই স্পষ্ট। জয়েন্ট এন্ট্রান্স এডভান্স (IIT-JEE Advanced) পরীক্ষায় ৩৩৭৭ র্যাঙ্ক পেয়ে সারা শহরের মুখ উজ্জ্বল করল বালুরঘাট হাই স্কুলের ছাত্র বেদব্রত ঘোষ। বালুরঘাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেদব্রত ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। বালুরঘাট শহর গর্বিত আজ। দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। চলতি বছর এই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। যেখানে ৪৪,৯৭৪ জন ছাত্র এবং ৯,৪০৪ জন ছাত্রী। সেখানেই ৩৩৭৭ র্যাঙ্ক পেয়ে সারা শহরের মুখ উজ্জ্বল করল বেদব্রত।
আরও পড়ুনঃ সাপের মতো শরীর! প্রতি ঘণ্টায় করতে হয় স্নান, ২১ বছরের এই যুবককে দেখলেই ছিটকে যায় সবাই, চমকে দেবে আসল কারণ!
বেদব্রতর এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁর বাড়িতে এদিন পৌছে গিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। ফুলের তোড়া, মিষ্টিমুখ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৌরপতি বলেন, “বেদব্রত আমাদের শহরের অহংকার। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। বেদব্রতর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
advertisement
advertisement
পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন কর্মী, নেতৃবৃন্দ এবং বেদব্রতের পরিবারের সদস্যরা। সকলেই তাঁর ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন। বেদব্রত ঘোষ দুবছর কলকাতার FIIT JEE তে কোচিং নিয়েছে। এরপরে সেখান থেকেই জয়েন্ট এন্ট্রান্স এডভান্স এর উপর প্রস্তুতি শুরু তাঁর। আগামী দিনে আইআইটি-তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে বলে জানা গিয়েছে। তাঁর এই কৃতিত্ব শুধু পরিবার নয়, গোটা বালুরঘাটের জন্যই গর্বের বিষয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 5:48 PM IST