JEE Advanced Result 2023: হার না মানা জেদের কাছে ফিকে শারীরিক সমস্যা,আইআইটি ছেড়ে সাহিলের গন্তব্য আমেরিকা

Last Updated:

JEE Advanced Result 2023: প্রকাশিত হলো JEE Advanced 2023 এর ফলাফল। সামগ্রিক ভাবে মেধা তালিকায় রাজ্যের নাম সেভাবে দেখা না গেলেও তাক লাগানো সাফল্যে  সবাইকে চমকে দিয়েছেন কসবার বাসিন্দা মোঃ সাহিল আখতার।

হার না মানা জেদের কাছে ফিকে শারীরিক সমস্যা,আইআইটির ছেড়ে সাহিলের গন্তব্য আমেরিকা
হার না মানা জেদের কাছে ফিকে শারীরিক সমস্যা,আইআইটির ছেড়ে সাহিলের গন্তব্য আমেরিকা
প্রকাশিত হলো JEE Advanced 2023 এর ফলাফল। সামগ্রিক ভাবে মেধা তালিকায় রাজ্যের নাম সেভাবে দেখা না গেলেও তাক লাগানো সাফল্যে  সবাইকে চমকে দিয়েছেন কসবার বাসিন্দা মোঃ সাহিল আখতার।
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের মধ্যে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে সাহিল। চমকে দেওয়া রেজাল্ট এর পাশাপাশি সাহিলের পরবর্তী পরিকল্পনাও যথেষ্টই চমকপ্রদ। আইআইটির প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করে উত্তীর্ণ  হলেও, আইআইটিতে পড়তেই চান না তিনি। ইঞ্জিনিয়ারিং এর ধরাবাঁধা চাকরি করার কোন পরিকল্পনা না থাকায়, এই পরীক্ষা দিয়েছিলেন যথেষ্টই হালকা মেজাজে। সারা ভারতে প্রথম ১০০ জনের তালিকায় থাকার পাশাপাশি রাজ্যেও দ্বিতীয় হয়েছেন সাহিল।
advertisement
advertisement
আইআইটিতে না পড়ে আমেরিকার MIT তে গবেষণা করতে চান সাহিল। ইতিমধ্যেই এমআইটির তরফে স্কলারশিপ অফার করা হয়েছে সাহিলকে। শুধুমাত্র উচ্চ বেতনের চাকরির জন্যই পড়াশুনা নয় বরং জীবনে বিভিন্ন রকম প্রতিকূলতা থাকা সত্বেও যারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, তাদের পাশেই পরবর্তীতে দাঁড়াতে চান সাহিল।
advertisement
শৈশব থেকেই বাঁ পায়ে একটু সমস্যা ছিল সাহিলের কিন্তু  মেধার লড়াইয়ে  প্রতিবন্ধকতা কোনদিনই অন্তরায় হতে পারেনি। কিছুদিন আগেই রাজ্য জয়েন্টেও প্রথম স্থান অধিকার করেছিলেন সাহিল। ফলস্বরূপ এই রেজাল্ট কিছুটা হলেও আন্দাজ করতেই পেরেছিলেন তিনি। শুধুমাত্র রাজ্য জয়েন্টই নয়, সাহিল এর আগে ভারতের হয়ে স্বর্ণপদকও জিতে ছিলেন সায়ন্স অলিম্পিয়াডে। বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
advertisement
পড়াশুনার জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করলেও মিউজিককে ভালবেসেই শখ হিসেবে পাশে রেখেছেন সাহিল। এতো ভালো ফল করার পর, নিজের শখকে সঙ্গে নিয়েই যে স্বপ্ন দেখা যায়, সেই বার্তাই দিলেন তিনি। শুধুমাত্র বড় অংকের মাইনের চাকরিকেই জীবনের লক্ষ্য বানিয়ে এগিয়ে যাওয়া নয় বরং আর্থিক স্বচ্ছলতার অভাবে  যাদের জয়েন্টের মতো পরীক্ষার প্রস্তুতি কোন বড় কোচিং সেন্টারে করা সম্ভব হয় না, তাদের পাশেও থাকতে চান সাহিল।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Advanced Result 2023: হার না মানা জেদের কাছে ফিকে শারীরিক সমস্যা,আইআইটি ছেড়ে সাহিলের গন্তব্য আমেরিকা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement