Jadavpur University Student Death: যখন-তখন ক্যাম্পাস থেকে হস্টেল পরিদর্শন, যাদবপুরে এবার ৫৫ সদস্যের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড

Last Updated:

Jadavpur University Student Death: বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৫৫ জন সদস্য নিয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নতুন করে গঠন করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
কলকাতা: র‌্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনার জের। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটির পর অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন করা হল। নতুন করে বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন হয়েছে। গতবারের থেকে তিনগুণ সদস্য বেশি নিয়ে এই স্কোয়াড গঠন করেছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৫৫ জন সদস্য নিয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নতুন করে গঠন করা হয়েছে। এতদিন পর্যন্ত অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ছিল ১৫। স্কোয়াডের সদস্যরা ঘন ঘন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পরিদর্শন, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন, রাতে ক্যাম্পাসে সারপ্রাইজ ভিজিট, হস্টেলেও ভিজিট করবে। এবার এই ৫৫ জন সদস্যের দল কাজ শুরু করবেন।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির দিনে এই সবজিগুলি খাওয়া এড়িয়ে চলুন, অজান্তে বড় ক্ষতি হতে পারে!
পুরনো অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডে নিয়োগ ও কাজ নিয়ে কার্যত প্রশ্ন তোলেন উপাচার্য। নতুন করে স্কোয়াড গঠন নিয়ে তাঁর দাবি, “এতদিন পর্যন্ত যত সংখ্যক সদস্য ছিলেন তাঁদের দিয়ে সবটা করা সম্ভব নয়। তাই আমরা নতুন করে ফের এতজন সদস্য নিয়ে স্কোয়াড গঠন করলাম।” বুধবার বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।
advertisement
advertisement
অ্যান্টি র‍্যাগিং কমিটির পর ফের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের প্রয়োজন পড়ছে কেন? সংশ্লিষ্ট মহলের মতে, অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছিল ইউজিসি। সম্প্রতি ইউজিসি যখন পরিদর্শনে আসে ক্যাম্পাসে বা ইউজিসির তরফে বিভিন্ন সময় পাঠানো চিঠিতে এই অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অভিযোগ উঠেছিল, বিশ্ববিদ্যালয়ে একেবারেই সক্রিয় নয় এই অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড। তারপরই বিশ্ববিদ্যালয়ের এই নতুন করে স্কোয়াড গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University Student Death: যখন-তখন ক্যাম্পাস থেকে হস্টেল পরিদর্শন, যাদবপুরে এবার ৫৫ সদস্যের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement