Jadavpur University: ‘সন্ধ্যা ৭ টার পর...’, ছাত্রীমৃত্যুর পরেই ফের আলোচনায় যাদবপুরের মাদক চর্চা! আটকাতে এবার কড়া নিয়ম বিশ্ববিদ্যালয়ের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Jadavpur University: ‘ছাত্রীমৃত্যুর ঘটনার পর ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্দরে মাদকের ব্যবহার
কলকাতা: ছাত্রীমৃত্যুর ঘটনার পর ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অন্দরে মাদকের ব্যবহার। ক্যাম্পাসের মধ্যে মাদকের ব্যবহার রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত জানালেন একাধিক নতুন নিয়ম চালু হতে চলেছে বিশ্ববিদ্যালয়ে।
বহিরাগতদের প্রবেশে জারি হবে বেশ কিছু নিষেধাজ্ঞা। গাড়ির ক্ষেত্রে ৩ নং গেট দিয়ে ঢুকতে হবে এবং ৪ নং দিয়ে বেরোতে হবে। বাইরের গাড়ির ক্ষেত্রে রেজিষ্ট্রার করে ঢুকতে হবে। স্ট্রিট লাইট যদি না কাজ করে সেগুলো বদল করা হবে।
advertisement
advertisement
সহ-উপাচার্য অমিতাভ দত্ত জানালেন, ‘‘মাদক আটকাতে একটা টিম করা হবে। সন্ধ্যা ৭ টার পর সেই টিম ঘুরে দেখবে ক্যাম্পাস। জলাশয়ের ক্ষেত্রে ফেন্সিং করা হবে। সরকারকে চিঠি পাঠানো হয়েছে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার বাড়ানোর বিষয়ে। ন্যাশনাল টাস্ক ফোর্স জানিয়ে গেছে মেন্টরদের মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য ওয়ার্কশপ। ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অনেক জায়গায় ফাঁকা হয়ে গিয়েছে। সন্ধেয় পর আইডেটিন্টি কার্ড মাস্ট। পুলিশ আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে। বাকি কিছু বলতে পারব না। পুলিশ সাহায্য চাইলে করব।’’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 8:57 PM IST