Jadavpur University: 'নতুন করে তদন্ত নয়...', যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে বড় সিদ্ধান্ত

Last Updated:

Jadavpur University: যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আর পুনরায় তদন্ত নয়। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়   প্রতীকী ছবি
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতীকী ছবি
কলকাতা: যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আর পুনরায় তদন্ত নয়। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের। বলা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কারও কোনও মতামত থাকলে তাঁরা তাঁদের মতামত বুধবারের মধ্যে জানাবেন।
ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কেন এত ঢিলেঢালা মনোভাব কর্তৃপক্ষের?অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা স্কোয়াডের সদস্যদের। আজ বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন সদস্যদের নিয়ে নবগঠিত অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড-এর বৈঠক হয়। সেই বৈঠকেই অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নতুন করে কোনও তদন্ত করবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
advertisement
advertisement
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। সেই ঘটনায় ইতিমধ্যে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে জামিনে রয়েছে একজন। তবে বাকি ১২ জন এখনও জেলে। সেই সংক্রান্ত মামলাও চলছে আদালতে।
advertisement
এই ঘটনায় ধৃতেরা যদি জামিনও পায় সে ক্ষেত্রে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির (ইসি) বৈঠকে ইতিমধ্যেই নেওয়া হয়ে এই সিদ্ধান্ত। এবার তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: 'নতুন করে তদন্ত নয়...', যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement