Jadavpur University: 'নতুন করে তদন্ত নয়...', যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে বড় সিদ্ধান্ত

Last Updated:

Jadavpur University: যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আর পুনরায় তদন্ত নয়। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়   প্রতীকী ছবি
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতীকী ছবি
কলকাতা: যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় আর পুনরায় তদন্ত নয়। অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের। বলা হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কারও কোনও মতামত থাকলে তাঁরা তাঁদের মতামত বুধবারের মধ্যে জানাবেন।
ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কেন এত ঢিলেঢালা মনোভাব কর্তৃপক্ষের?অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা স্কোয়াডের সদস্যদের। আজ বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন সদস্যদের নিয়ে নবগঠিত অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড-এর বৈঠক হয়। সেই বৈঠকেই অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নতুন করে কোনও তদন্ত করবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
advertisement
advertisement
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। সেই ঘটনায় ইতিমধ্যে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে জামিনে রয়েছে একজন। তবে বাকি ১২ জন এখনও জেলে। সেই সংক্রান্ত মামলাও চলছে আদালতে।
advertisement
এই ঘটনায় ধৃতেরা যদি জামিনও পায় সে ক্ষেত্রে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির (ইসি) বৈঠকে ইতিমধ্যেই নেওয়া হয়ে এই সিদ্ধান্ত। এবার তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: 'নতুন করে তদন্ত নয়...', যাদবপুরে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের বৈঠকে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement