ITI College: শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে অসামান্য অবদান, জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
ITI College:- পশ্চিমবঙ্গের দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ ভূষিত হলেন জাতীয় পর্যায়ের সম্মানে
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণে অসামান্য অবদান রেখে পশ্চিমবঙ্গের দুই সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ ভূষিত হলেন জাতীয় পর্যায়ের সম্মানে। শনিবার, ৩১ মে, মুম্বইয়ে আয়োজিত এশিয়া এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘Principal of the Year’ পুরস্কারে সম্মানিত হন পূর্বস্থলী-২ গভঃ আইটিআই-এর অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন এবং তেহট্ট গভঃ আইটিআই-এর অধ্যক্ষা স্বস্তিকা পাল।
এই সম্মান-অর্জন রাজ্যের কারিগরী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দীর্ঘদিনের নেতিবাচক সমালোচনার জবাব বলেই মনে করছেন শিক্ষামহল। দুই অধ্যক্ষের নেতৃত্বে কলেজ দু’টি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টে নয়, বরং মাল্টি-স্কিল ট্রেনিং ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নিজেদের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।উল্লেখ্য, সৈয়দ মোশারফ হোসেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, বি.টেক এবং এম.টেক ডিগ্রিপ্রাপ্ত। তিনি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির দক্ষ ব্যবহার, ডিজিটাল ক্লাসরুম ও শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলার একাধিক যুগোপযোগী উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।
advertisement
অন্যদিকে, স্বস্তিকা পালও একই বিষয়ে বি.টেক ও এম.টেক ডিগ্রিধারী। অধ্যক্ষা হওয়ার আগে তিনি নারী সুরক্ষার জন্য আরডুইনো-ভিত্তিক স্মার্ট জুতো উদ্ভাবন করেন, যা তাঁকে ২০২৩ সালে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্ভাবনী পুরস্কার এনে দেয়। সৈয়দ মোশারফ হোসেন বলেন, ‘‘এই সম্মান পাওয়ার পর আমার দায়িত্ব আরও বাড়ল, ছাত্র-ছাত্রীদের যেন আরও উন্নত শিক্ষা প্রদান করতে পারি, কলেজে যাতে বেশি জব ফেয়ার করানো যায় সেই বিষয়ে আরও সচেষ্ট হব।’’
advertisement
advertisement
আরও পড়ুন : কালো ক্যাভিটি বা পোকায় খাওয়া ভাঙা দাঁত! এই কালো দানা মুখে রাখলেই গায়েব দাঁতের যন্ত্রণা! উধাও মুখের পচা গন্ধ!
view commentsদু’জনেই জানান, তাঁরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও বেশি উদ্ভাবনী প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী। তাঁদের বিশ্বাস, এই প্রচেষ্টাই রাজ্যের বেকারত্ব হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 5:24 PM IST

