ISC Result 2022: প্রকাশিত হল ISC-র ফল, মেধাতালিকায় প্রথম স্থানে বাংলার 'ছয়'লাপ

Last Updated:

ISC Result 2022: সারা দেশব্যাপী প্রথম স্থানে রয়েছে ১৮ জন ছাত্রছাত্রী। তার মধ্যে এ রাজ্যের ৬ জন পড়ুয়া প্রথম স্থানে রয়েছে।

প্রকাশিত হল আইএসসির ফল। সারা দেশব্যাপী প্রথম স্থানে রয়েছে ১৮ জন ছাত্রছাত্রী। তার মধ্যে এ রাজ্যের ৬ জন পড়ুয়া প্রথম স্থানে রয়েছে। রাজ্যে মোট পাশের হার ৯৯.১৫ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্য ফল ছাত্রীদের। সর্বোচ্চ নম্বর ৩৯৯৷ ছাত্রদের মধ্যে পাশ করেছেন ৯৮.৯৩  শতাংশ৷ ছাত্রীদের মধ্যে পাশ করেছেন ৯৯.৪১ শতাংশ৷ রাজ্যের মোট পাশের হার ৯৯.১৫ শতাংশ৷
দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ১৮ জন৷ এর মধ্যে রয়েছেন কলকাতার মহঃ আর্শ মুস্তাফা, প্রতীতী মজুমদার, অপূর্ব কশীশ,  পানিহাটির  পৃথ্বীজা মণ্ডল, আলিপুরদুয়ারের নিখিলকুমার প্রসাদ, উত্তর ২৪ পরগনার অভিষেক বিশ্বাস৷ বাংলার বাইরে প্রথম হয়েছেন অনিন্দিতা মিশ্র, উপাসনা নন্দী, হরিণী রামমোহন, নাম্যা অশোক নিচানী, কার্তিক প্রকাশ, অনন্য আগরওয়াল, আকাশ শ্রীবাস্তব, আদিত্য বিষ্ণু জিয়ানিয়া, ফাহিম আহমেদ, সিমরন সিং, আকাশ আগরওয়াল, প্রবকিরত সিং৷
advertisement
করোনাভাইরাসের কারণে অফলাইন পরীক্ষা বন্ধ থাকার পর এই বছরেই প্রথম পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়েছেন পড়ুয়ারা। ছাত্র ছাত্রীরা তাদের ২০২২ এর ISC বোর্ডের সেমিস্টার 2 এর ফলাফল স্কোরকার্ড বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – cisce.org, results.cisce.org-এ দেখতে পাবেন আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরেই। ISC বোর্ডের 12 তম ফলাফল 2022 মার্কশিট, পাসের শতাংশ, শীর্ষস্থানীয়দের তালিকা এবং অন্যান্য বিষয়ে সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ১৮ বাংলার পেজে।
advertisement
গত রবিবার প্রকাশিত হয়েছে আইসিএসইর ফল৷ পরীক্ষা দিয়ে দিয়েছিল মোট ২৩১০৬৩জন, যাদের মধ্যে ১০৫৩৮৫জন ছেলে এবং ১০৫৩৮৫জন মেয়ে৷ মোট পাশের হার ৯৯.৯৭%৷ আইসিএসইতে মেয়েদের পাশের হার ৯৯.৯৮%, ছেলেদের পাশের হার ৯৯.৯৭%৷ অর্থাৎ সেখানেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ছিল বেশি৷ দশম স্তরে পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া  (ICSE Results 2022)।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ISC Result 2022: প্রকাশিত হল ISC-র ফল, মেধাতালিকায় প্রথম স্থানে বাংলার 'ছয়'লাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement