Recruitment 2021|| IPR-এ প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদনের শেষ দিন ২১ ডিসেম্বর
- Published by:Shubhagata Dey
Last Updated:
IPR Recruitment 2021: প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের (Institute for Plasma Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
নির্বাচন পদ্ধতি:
ইঞ্জিনিয়ারিং-এ সংশ্লিষ্ট ডিগ্রি/ডিপ্লোমার নম্বরের শতাংশের উপর ভিত্তি করে শুধুমাত্র মেধার প্রার্থীদের ভিত্তিতে নির্বাচন করা হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
advertisement
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ২২টি পদ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ১৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ (Institute for Plasma Research) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৩৭ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত কাজ |
নির্বাচন পদ্ধতি | মেধার ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | BE বা BTech ডিগ্রি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২১.১২.২০২১ |
advertisement
আবেদনের যোগ্যতা:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য, প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTech ডিগ্রি থাকতে হবে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের ২০২০ বা ২০২১ সালে সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি/ডিপ্লোমা পাশ করতে হবে। যারা ২০১৯ সালের পূর্বে ডিগ্রি বা ডিপ্লোমা উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের যোগ্য নয়।
advertisement
আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের এমএইচআরডি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS) পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।
Location :
First Published :
December 16, 2021 4:56 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| IPR-এ প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদনের শেষ দিন ২১ ডিসেম্বর