চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন দিয়েছেন নবান্ন। যে জেলায় তাঁদের বাড়ি সেই জেলাতেই তাদের চাকরির ব্যবস্থা করেছে রাজ্য।
কলকাতা: চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হল অবশেষে। বৃহস্পতিবার ১৬৬জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরার নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
২০১৬ সালের নিয়োগের আগে এসএসসির মাধ্যমে এঁরা স্কুলে স্কুলে চাকরি পেয়েছিলেন। তাঁদের পুরনো চাকরিতে ফেরার নিয়োগপত্র বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দেওয়া হবে পর্ষদের তরফে।কোন জেলার কোন স্কুলে তারা চাকরি করতেন ২০১৬ এর নিয়োগ এর আগে সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে পর্ষদ। ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন দিয়েছেন নবান্ন। যে জেলায় তাঁদের বাড়ি সেই জেলাতেই তাদের চাকরির ব্যবস্থা করেছে রাজ্য।
advertisement
advertisement
এদিকে এসএসসি-র অযোগ্যদের তালিকা প্রকাশ হয় সোমবার। মোট ৩৫১২ জন অযোগ্যর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি-র অযোগ্যদের তালিকা একটি তালিকাতে প্রকাশ করা হল। অতঃপর শুরু হয়েছে গ্রুপ সি – গ্রুপ ডির শূন্যপদে নিয়োগের আবেদন। এবার সেখানে শিক্ষাকর্মী পদে তফসিলি জাতি সংরক্ষিত আসনে শূন্যপদের সংখ্যা বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ছিল ২৪০৮। সেখানে তফসিলি জাতি সংরক্ষিত আসন ছিল ১,২০০ মতো। কিন্তু ২০২৫ সালে সেই আসন সংখ্যা কমে হয়েছে ৬২০। গ্রুপ ডি-র ক্ষেত্রে ২০১৬ সালে আসন সংখ্যা ছিল ৩৮৮০। তফসিলি জাতি সংরক্ষিত আসন ছিল ১,৯৮১। ২০২৫ সালে সেই আসন সংখ্যা কমে হয়েছে ১,১৫০।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2025 9:11 AM IST







