Infosys Recruitment 2021: গ্র্যাজুয়েট হলেই ইনফোসিসে কাজের সুযোগ, আবেদন করুন আজই

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যে সকল প্রার্থীরা আর্টস, সায়েন্স ও বি.টেক ডিগ্রি প্রাপ্ত তাঁরা আবেদনের যোগ্য। (Infosys Recruitment 2021)

Infosys Recruitment 2021
Infosys Recruitment 2021
#বেঙ্গালুরু: সম্প্রতি আইটি মেজর হাব ইনফোসিসের (Infosys) তরফে নবাগত তরুণ-তরুণীদের পিবিও সার্ভিস লাইনে একজিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা Infosys-এর অফিসিয়াল ওয়েবসাইটে career.infosys.com গিয়ে খোঁজ নিতে পারেন।
মূলত প্রাথমিকভাবে বেঙ্গালুরুতে প্রার্থীদের নিয়োগের কথা বলা হয়েছে, পরবর্তীতে কোম্পানির চাহিদা অনুযায়ী স্থান পরিবর্তিত হতে পারে।
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যে সকল প্রার্থীরা আর্টস, সায়েন্স ও বি.টেক ডিগ্রি প্রাপ্ত তাঁরা আবেদনের যোগ্য। প্রার্থীদের Infosys-এর অফিসিয়াল career.infosys.com ওয়েবসাইটে গিয়ে যথাযথ মেইল আইডি এবং ফোন নম্বরের মাধ্যমে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীদের কাস্টমার সার্ভিসে দক্ষতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
· Infosys-এর অফিসিয়াল ওয়েবসাইটে career.infosys.com যেতে হবে।
· হোমপেজের কেরিয়ার সেকশনে যেতে হবে।
· রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
· নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।
· প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে।
advertisement
· আবেদন সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ইনফোসিস (Infosys)
পদের নাম:একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা:কিছু জানানো হয়নি
কাজের স্থান:ভারত
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিজনেস, সায়েন্স এবং আর্টস শাখার যে কোনও ডিগ্রি থাকতে হবে
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
Infosys Recruitment 2021: কী কী কাজ করতে হবে?
কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় প্রার্থীদের এই দায়িত্বগুলি পালন করতে হবে-
স্টেকহোল্ডারদের থেকে প্রাপ্ত তথ্য সিস্টেম মাফিক সরবরাহ করা।
নির্দিষ্ট সময় ও শৃঙ্খলার মধ্যে ক্লায়েন্টের রিপোর্ট বা তথ্য সরবরাহ করা।
advertisement
তথ্য সরবরাহে কোনও প্রকারের অসঙ্গতি হলে স্টেকহোল্ডারদের সঙ্গে তৎক্ষনাৎ যোগাযোগ করা ইত্যাদি।
Infosys Recruitment 2021: অন্যান্য তথ্য
ইনফোসিসের একটি সাবসিডিয়ারি বডি হিসেবে Infosys BPM Limited ২০০২ সালে আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে। বিজনেস, সায়েন্স এবং আর্টস শাখার যে কোনও প্রার্থীরাই উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Infosys Recruitment 2021: গ্র্যাজুয়েট হলেই ইনফোসিসে কাজের সুযোগ, আবেদন করুন আজই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement