#কলকাতা:সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।WBPSC Recruitment 2021: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।আরও পড়ুন: ২৮৫ শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, জানুনWBPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)
পদের নাম:
সহকারী অধ্যাপক সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা:
৯
কাজের স্থান:
পশ্চিমবঙ্গ
কাজের ধরন:
স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি:
কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:
বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:
কিছু জানানো হয়নি
বেতনক্রম:
কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:
অনলাইন
আবেদনের শেষ দিন: ১৯.০১.২০২২WBPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।WBPSC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরনপ্রোটোকল অফিসার- পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসের অধীনে ইনফরমেশন এবং কালচারাল অ্যাফেয়ার্সে ১টি পদইকোনমিক্সে সহকারী অধ্যাপক- পশ্চিমবঙ্গ এডুকেশন সার্ভিসের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ১টি পদহিন্দিতে সহকারী অধ্যাপক- পশ্চিমবঙ্গ এডুকেশন সার্ভিসের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ১টি পদসাইকোলজিতে সহকারী অধ্যাপক- পশ্চিমবঙ্গ এডুকেশন সার্ভিসের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ২টি পদজুলজিতে সহকারী অধ্যাপক- পশ্চিমবঙ্গ এডুকেশন সার্ভিসের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ১টি পদউর্দূতে সহকারী অধ্যাপক-পশ্চিমবঙ্গ এডুকেশন সার্ভিসের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ২টি পদভূগোল বিষয়ের শিক্ষক, ডাউহিল গার্লস স্কুল, কার্শিয়াং- পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসের অধীনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ১টি পদ
Published by:Raima Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।