Indian Navy Agniveer Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন শুরু হতে চলেছে আগামী ১ জুলাই, ২০২২ থেকে।

#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অগ্নিপথ প্রকল্পের আওতায় নৌবাহিনীতে অগ্নিবীরদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।Indian Navy Agniveer Recruitment 2022: আবেদনের তারিখ
Indian Navy Agniveer Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন শুরু হতে চলেছে আগামী ১ জুলাই, ২০২২ থেকে। প্রার্থীরা রিক্রুটমেন্ট ক্যালেন্ডার দেখতে পাবেন ২৫ জুন, ২০২২ তারিখ থেকে। অগ্নিবীর নিয়োগ ২০২২-এর বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী ৯ জুলাই, ২০২২ তারিখে প্রকাশিত হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় নৌবাহিনী (Indian Navy)
পদের নাম: অগ্নিবীর
শূন্যপদের সংখ্যা:বিশদ দেখুন
কাজের স্থান:ভারত
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ:০১.০৭.২০২২
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:বিশদ দেখুন
advertisement
Indian Navy Agniveer Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের ই-মেইল আইডি দিয়ে www.joinindiannavy.gov.in-এ গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রশন করতে হবে। আবেদন করার সময় একটি বৈধ ও সক্রিয় ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর প্রয়োজন। রেজিস্ট্রার করা ই-মেইল আইডি দিয়ে লগ-ইন করে "Current Opportunities"-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
advertisement
প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অনলাইনে আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের আপলোড করতে হবে, যেমন সাম্প্রতিক সময়ের ছবি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট এবং এনসিসি সার্টিফিকেট (যদি থাকে), এগুলো অনলাইনে আপলোডের পাশাপাশি রিক্রুটমেন্ট র‌্যালিতেও নিয়ে আসতে হবে।
'অনলাইন আবেদন'-এ দেওয়া কোনও পর্যায়ের বিশদ তথ্য মূল ডকুমেন্টের সঙ্গে না মিললে ওই প্রার্থীকে বাতিল করা হবে।
প্রার্থীদের কল লেটার সহ অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in থেকে ডাউনলোড করতে হবে। ডাকযোগে কোনও কল-আপ লেটার কাম অ্যাডমিট-কার্ড পাঠানো হবে না। প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করার সময় শুধুমাত্র যে কোনও একটি ইলেকট্রনিক মোড ব্যবহার করা হবে এবং নিয়োগের কোনও পর্যায়েই ডাকযোগে কোনও ডকুমেন্ট পাঠানো হবে না।
advertisement
Indian Navy Agniveer Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর (এসএসআর): সরকার কর্তৃক স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে কেমিস্ট্রি/লাইফ সায়েন্স/কম্পিউটার সায়েন্স/ম্যাথমেটিক্স/ ফিজিক্যাল সায়েন্স বা এই বিষয়গুলির মধ্যে অন্তত একটি বিষয় সহ দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ হতে হবে।
অগ্নিবীর (এমআর): সরকার কর্তৃক স্বীকৃত এডুকেশন বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক পরীক্ষা ও মানসিক স্বাস্থ্য পরীক্ষায় ভালো ফল করতে হবে।
advertisement
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক-
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Navy Agniveer Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement