#বেঙ্গালুরু: সম্প্রতি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (Indian Institute of Astrophysics) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Institute of Astrophysics Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ জানুয়ারি এবং ৩ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীরা পূর্বেই আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
আরও পড়ুন- প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পুণে ক্যান্টনমেন্ট বোর্ড, আজই আবেদন করুন
Indian Institute of Astrophysics Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Institute of Astrophysics Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ-
জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)- | ৪টি পদ |
জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (অব্জারভেশন্স)- | ৫টি পদ |
মেকানিক- | ১টি পদ |
ইঞ্জিনিয়ার ট্রেনি (আইটি সাপোর্ট)- | ১টি পদ |
রিসার্চ ট্রেনি (অপটিকস)- | ১টি পদ |
সংস্থা: | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরু (Indian Institute of Astrophysics) |
পদের নাম: | জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স), জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (অব্জারভেশন্স), মেকানিক, ইঞ্জিনিয়ার ট্রেনি (আইটি সাপোর্ট), রিসার্চ ট্রেনি (অপটিকস) |
শূন্যপদের সংখ্যা: | ১২ |
কাজের স্থান: | বেঙ্গালুরু |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ০২/০৩.০১.২০২২ |
Indian Institute of Astrophysics Recruitment 2021: বিশেষ ঘোষণা
IIAP-এর তরফে প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ ভাবে জানানো যে, প্রার্থীদের তাদের স্ক্যান করা সাম্প্রতিক ছবি, শিক্ষাগত/প্রযুক্তিগত যোগ্যতার শংসাপত্র, ডিগ্রি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), বর্ণের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), আবেদনপত্রে ঘোষিত অভিজ্ঞতার শংসাপত্র ইত্যাদি এবং কারিকুলাম ভিটা (সিভি) আপলোড করতে হবে। শিক্ষাগত/প্রযুক্তিগত শংসাপত্র এবং অভিজ্ঞতার শংসাপত্রগুলি এক একটি স্ক্যান করা পিডিএফ ফাইলে আলাদাভাবে আপলোড করতে হবে।
আরও পড়ুন- হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে চাকরির সুযোগ! আবেদন করুন আজই
Indian Institute of Astrophysics Recruitment 2021: পরীক্ষা সংক্রান্ত বিশেষ ঘোষণা
উপরোক্ত পদগুলির জন্য লিখিত পরীক্ষা বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে বলে প্রার্থীদের জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Jobs, Jobs, Recruitment 2021