Recruitment 2022: স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্ক, দারুণ সুযোগ কাজে লাগান
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কের (Indian Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Bank SO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সমস্ত রাজ্যকে পেছনে ফেলে মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা
সরাসরি আবেদনের লিঙ্ক https://ibpsonline.ibps.in/ibsoapr22/
Indian Bank SO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে বরিস জনসন, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা জানেন?
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) |
পদের নাম: | স্পেশালিস্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ৩১২ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ তারিখ: ১৪.০৬.২০২২
Indian Bank SO Recruitment 2022: বেতন
স্কেল I- ৩৬০০০- ৬৩৮৪০ টাকা
স্কেল II- ৪৮১৭০– ৬৯৮১০ টাকা
স্কেল III- ৬৩৮৪০- ৭৮২৩০ টাকা
স্কেল IV-৭৬০১০– ৮৯৮৯০ টাকা
Indian Bank SO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)- সিএ/আইসিডব্লুএ
ম্যানেজার (ক্রেডিট)- সিএ/আইসিডব্লুএ
সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস)- সিএ
advertisement
ম্যানেজার (অ্যাকাউন্ট) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস)-সিএ
ম্যানেজার (অ্যাকাউন্টস)- সিএ/সিএস
চিফ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট)- যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন এবং এফআরএম থেকে জিএআরপি বা পিআরএম
সিনিয়র ম্যানেজার/ম্যানেজার (পোর্টফোলিও ম্যানেজমেন্ট)/ম্যানেজার (সেক্টর স্পেশালিস্ট) - এনবিএফসি/ম্যানেজার
(সেক্টর স্পেশালিস্ট)/ম্যানেজার (সেক্টর স্পেশালিস্ট)- ইনফ্রাস্ট্রাকচার- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (২ বছরের কোর্স) বিজনেস/ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশন/ফিনান্স/ব্যাঙ্কিং/রিস্ক ম্যানেজমেন্ট/বিজনেসে সিএ ডিগ্রি বা যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন এবং এফআরএম থেকে জিএআরপি বা পিআরএম
advertisement
চিফ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (ডেটা অ্যানালিস্ট)- এআইসিটিই/ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্স/মেশিন লার্নিং এবং এআই-এ বি.টেক/বি.ই./এম টেক/এমই ডিগ্রি, সে ক্ষেত্রে ডেটা সায়েন্সে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা থাকা অপরিহার্য।
ম্যানেজার (স্ট্যাটিস্টিশিয়ান)- স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি
Location :
First Published :
May 25, 2022 5:16 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্ক, দারুণ সুযোগ কাজে লাগান