গত চার বছরে অপ্রত্যাশিত হারে বেতন বাড়িয়েছে এই কোম্পানিগুলি, সিভি ফেলুন অবশ্যই
- Published by:Raima Chakraborty
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন সংস্থার কর্মীদের বেড়েছে চলতি বছরে। (Job News)
#নয়াদিল্লি: করোনা অতিমারির প্রকোপে গত দু’বছর ধরে কেবলই শোনা গিয়েছে চাকরি খোওয়ানোর হাহাকার। বহু সংস্থাই আবার ছাঁটাইয়ের পথে না হেঁটে কর্মীদের বেতন কম করার পদ্ধতি বেছে নিয়েছে। যদিও এই প্রবণতা ছিল কোভিড-১৯ শুরুর আগে থেকেই। এরই মধ্যে চলতি বছরে নজিরবিহীন ভাবে কর্মীদের বেতন বৃদ্ধির খবর জানায় বেশ কয়েকটি সংস্থা।
গত চার বছরের মধ্যে যা সর্বোচ্চ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন সংস্থার কর্মীদের বেড়েছে চলতি বছরে।
জানা গিয়েছে ২০২২ অর্থবর্ষে Coforge, L&T Infotech (LTI) এবং Persistent Systems (PSYS) তাদের কর্মীদের বেতন দুই অঙ্কে বৃদ্ধি করেছে। যা গত চার বছরে সর্বোচ্চ। একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবর্ষে মধ্যম মজুরি বৃদ্ধি পেয়েছে গত পাঁচ বছরের তুলনায় প্রায় ২.৪ গুণ। এর কারণ হিসেবে দেখানো হয়েছে মিডক্যাপ ভারতীয় তথ্য-প্রযুক্তি (IT) সংস্থাগুলির চাহিদা-জোগানের ভারসাম্য রক্ষার তাগিদ।
advertisement
advertisement
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
Coforge সবচেয়ে বেশি বেতন বাড়িয়েছে বছরে ২৭.২ শতাংশ। অন্য দিকে, L&T Infotech (LTI) তার কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে প্রায় ১৮.৩ শতাংশ। এর পরেই রয়েছে PSYS, তারা বৃদ্ধি করেছে ১৪.৫ শতাংশ।
এই তিনটি সংস্থার বাইরেও বহু সংস্থা কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। তবে বেতন বৃদ্ধির শতাংশের হারে সব থেকে নিচে রয়েছে Mindtree, তারা বেতন বাড়িয়েছে ৭ শতাংশ। ৯ শতাংশ বেতন বৃদ্ধি করে এর আগে রয়েছে Mphasis। প্রতিবেদন অনুসারে, ২০২২ অর্থবর্ষে বেতনের CAGR-এর (Compound Annual Growth Rate) শীর্ষে রয়েছে LTI এবং Coforge।
advertisement
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
তবে ২০২২ অর্থবর্ষের কর্মীদের জন্য সংস্থাগুলি হয় তো খরচ কমানোর কথাই ভাববে বলে মনে করা হচ্ছে। Mindtree-র মতো সংস্থাগুলিতে পিরামিড পুনর্গঠন মডেলে কম অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীর সংখ্যাই বেশি। উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীর সংখ্যা কম। ফলে বোঝাই যাচ্ছে এই প্রবণতা মজুরি বিল হ্রাসের দিকে নিয়ে যাবে। আসলে এটি খরচ কমানোর কৌশল হিসেবে প্রয়োগ করতে পারে সংস্থাগুলি।
advertisement
চলতি অর্থবর্ষে ভারতে বেতন বৃদ্ধির থেকে কর্মী বৃদ্ধির হার বেশি। রিপোর্টে বলা হয়েছে, গত চার বছরের তুলনায় এ বার অনেক দ্রুত নতুন কর্মীর সংখ্যা বাড়িয়ে পিরামিড সমতলকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গত দু’বছরে ক্লাউড-কম্পিউটিং (Cloud Computing), ডিজিটাল পেমেন্ট (Digital Payment) পরিকাঠামো, সাইবার সিকিউরিটি (Cyber Security) এবং ক্রিপ্টোকারেন্সি (Crypto Currency) লেনদেনের মতো পরিষেবার চাহিদা বেড়ে বড় বড় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি দক্ষ কর্মী নিয়োগে প্রচুর অর্থ ব্যয় করেছে।
advertisement
দ্বিতীয় সারির তথ্য প্রযুক্তি সংস্থাগুলির বার্ষিক প্রতিবেদনের তুলনামূলক বিশ্লেষণে দেখা গিয়েছে, L&T Infotech, Mindtree, Mphasis, Coforge এবং Persistent Systems-এ ভারতীয় আইটি কোম্পানিগুলির মূল সুর ধরা গিয়েছে।
তারা জানাচ্ছে, ‘তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং R&D পরিষেবার উপর নিজেদের অবস্থানকে অনুকূলভাবে নিচ্ছে, কারণ এই ধরনের পরিষেবায় জোর দিতে চাইছে। কারণ, আগামী কয়েক বছরে এই দিকগুলিই মূল বৃদ্ধির কারণ হিসাবে দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই অফশোরিং দ্রুত বৃদ্ধি পেয়েছে রাজস্বের শতাংশ হিসাবে। তবুও তা এখনও প্রাক-কোভিড পরিস্থিতির থেকে অনেকটাই নিচে রয়েছে।’
Location :
First Published :
August 29, 2022 5:00 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
গত চার বছরে অপ্রত্যাশিত হারে বেতন বাড়িয়েছে এই কোম্পানিগুলি, সিভি ফেলুন অবশ্যই