Higher Education: রাজ্যজুড়ে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতি বছরেই, নির্দেশিকা জারি উচ্চশিক্ষা দফতরের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Higher Education: তবে কী ভাবে গোটা ভর্তি প্রক্রিয়াটি সংঘটিত হবে তার জন্য অ্যাডভাইজারি শীঘ্রই জারি করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
কলকাতা: চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্য জুড়ে কলেজে কলেজের স্নাতকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি। অনলাইনে ভর্তি নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদ মারফত হবে কেন্দ্রীয় ভাবে ভর্তির প্রক্রিয়া। এর জন্য একটি নির্দিষ্ট পোর্টাল থাকবে। একটি মাত্র পোর্টালে এই ছাত্রছাত্রীরা আবেদন করবেন।
তাঁরা তাঁদের পছন্দমত কলেজের নামের তালিকা দিয়ে আবেদন করবেন। এর জন্য একাধিকবার নয়, শুধুমাত্র একবার আবেদনপত্র পূরণের জন্য ফি দিতে হবে। ভর্তির প্রক্রিয়াকে আরও সরল করার জন্য এই নির্দেশিকা বলে দাবি উচ্চশিক্ষা দফতরের। এর দরুন একজন পড়ুয়াকে একাধিক কলেজের আবেদন করতে হবে না। ওই পোর্টালের মারফতই তাঁর পছন্দমত কলেজের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন - দুই-তিন ঘন্টায় দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা, সঙ্গে হবে ঝড়ও, দেখুন লেটেস্ট আপডেট
তবে কী ভাবে গোটা ভর্তি প্রক্রিয়াটি সংঘটিত হবে তার জন্য অ্যাডভাইজারি শীঘ্রই জারি করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সরকার কর্তৃক প্রকাশিত এই নির্দেশনামায় বলা হয়েছে, অনেক সময়েই পড়ুয়াদের নানারকম অসুবিধার মধ্যে পড়তে হয়৷ তাঁর একটি কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও অন্য কলেজে চলতে থাকে৷ ফলে তাঁকে একাধিক বার বিভিন্ন ফি-দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হয়, এক্ষেত্রে সেই অসুবিধা থেকে পড়ুয়ারা বেঁচে যাবেন৷
advertisement
নির্দেশিকায় বলা হয়েছে, এই ভর্তি প্রক্রিয়ার জন্য ওই পোর্টালে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন ফি বা অ্যাডমিশন ফি জমা করতে হবে৷ সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ এক মাসের মধ্যে উদ্দিষ্ট কলেজের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে৷ এই গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে উচ্চশিক্ষা দফতর৷ পাশাপাশি বলা হয়েছে, এই প্রক্রিয়া পরিচালনার জন্য কলেজগুলিকে কোনও খরচ করতে হবে না৷ পরবর্তীতে এটির প্রয়োগ কী ভাবে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশকা জারি করা করা হবে সরকারের পক্ষ থেকে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2023 9:45 PM IST







