Mamata Banerjee Nitish Kumar meeting: ব্যক্তিগত ইগোর লড়াই নয়, লক্ষ্য একটাই! নবান্নের বৈঠকে নীতীশকে কী প্রস্তাব দিলেন মমতা?

Last Updated:

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর উত্তর প্রদেশের লখনউয়ে গিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নীতীশ- তেজস্বীর৷

নবান্নে মমতা- নীতীশ৷ ছবি-এএনআই
নবান্নে মমতা- নীতীশ৷ ছবি-এএনআই
কলকাতা: ব্যক্তিগত ইগোর লড়াই নয়, তিনি শুধু চান বিজেপি শূন্যে নেমে আসুক৷ নবান্নে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিরোধী দলগুলিকে নিয়ে বিহারে একটি ঘরোয়া বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়ার জন্য নীতীশ কুমারকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ নবান্নে এ দিন মমতা-নীতীশ-তেজস্বী বৈঠকের পর ফের একবার ২০২৪-এর নির্বাচনে বিরোধী জোট গঠন নিয়ে রাজনৈতিক মহলে জোরাল চর্চা শুরু হল৷
এ দিন বেলা দুটোর কিছু আগে নবান্নে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ মমতা নিজে নবান্নের গেটে এসে তাঁদের স্বাগত জানান৷ বৈঠক খুব বেশিক্ষণ না হলেও তার নির্যাস যে লোকসভা নির্বাচনে বিরোধী জোট গঠন নিয়েই ছিল, তা স্পষ্ট করে দেন মমতা এবং নীতীশ৷
advertisement
advertisement
বৈঠক শেষেসাংবাদিকদের মুখোমুুখি হয়ে নীতীশ কুমার বলেন, 'সব দলের একজোট হয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত৷ নিজেদের মধ্যে কথা বলা উচিত. যাতে দেশের ভাল হয়৷ যাঁদের হাতে এখন ক্ষমতা রয়েছে, তাদের দেশের ভালয় কিছু আসে যায় না৷ এখন দেশের উন্নয়ন কিছু হচ্ছে না৷ আজকে খুব ইতিবাচক আলোচনা হয়েছে৷ এর পরে প্রয়োজন অনুযায়ী আমরা অন্যান্য দলগুলির সঙ্গেও আলোচনায় বসব ৷'
advertisement
অন্যদিকে মমতা বলেন, 'আমরা সবাই একসঙ্গে আছি৷ আমি নীতীশজিকে বলেছি সব বিরোধী দলকে নিয়ে বিহারে একটি বৈঠক ডাকতে৷ প্রচার, সভা সেসব তো পরে হবে, আগে একটা ঘরোয়া বৈঠক করে বার্তা দিতে হবে যে সবাই একসঙ্গে আছি৷ নীতীশজিকে আমি বলেছি, আমি চাই বিজেপি শুধু শূন্যে নেমে যাক, আর কিছু চাই না৷ এখানে ব্যক্তিগত কোনও ইগোর লড়াই নেই৷ দেশের মানুষ বিজেপি-র সঙ্গে লড়বে৷ সব দল একসঙ্গে লড়বে৷ শুধু মিথ্যে প্রচার, ভিডিও বানিয়ে হিরো হয়ে আছে৷'
advertisement
এর আগে বিরোধীদের একজোট করার চেষ্টা করেছে মমতাও৷ সম্প্রতি নবীন পট্টনায়েক, অখিলেশ যাদবদের সঙ্গে বৈঠকও করেছেন৷ কিন্তু বিরোধী জোটের ক্ষেত্রে দলগুলি বা তাদের শীর্ষ নেতাদের ইগো-ই যে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, এ দিন নীতীশের সামনে তা স্পষ্ট করে দিলেন তৃণমূলনেত্রী৷
advertisement
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর উত্তর প্রদেশের লখনউয়ে গিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নীতীশ- তেজস্বীর৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা- নীতীশ যে উদ্যোগ নিলেন তার সঙ্গে অন্যান্যগুলি সহমত হয়ে বিরোধী জোট গঠনের প্রক্রিয়া এগোবে নাকি অতীতের মতোই ফের একবার বিরোধীদের ছন্নছাড়া অবস্থারই ফায়দা নেবে বিজেপি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Nitish Kumar meeting: ব্যক্তিগত ইগোর লড়াই নয়, লক্ষ্য একটাই! নবান্নের বৈঠকে নীতীশকে কী প্রস্তাব দিলেন মমতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement