IIT Kharagpur Convocation: আইআইটি খড়গপুরের সমাবর্তনে রাষ্ট্রপতি, থাকবেন রাজ্যপাল! রেল শহরে বাড়ল নিরাপত্তা

Last Updated:

IIT Kharagpur Convocation: সোমবার আইআইটি খড়গপুরের সমাবর্তনে আসবেন রাষ্ট্রপতি।

আইআইটি খড়গপুরের সমাবর্তন
আইআইটি খড়গপুরের সমাবর্তন
পশ্চিম মেদিনীপুর: সামান্য অপেক্ষা। আইআইটি খড়্গপুরে ৬৯ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই রেল শহর খড়্গপুরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন আইআইটি খড়্গপুরের গভর্নর বোর্ডের চেয়ারম্যান টি. ভি. নরেন্দ্রন।
স্বাভাবিকভাবে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তৎপরতা তুঙ্গে ভারতের প্রাচীন প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি-তে। সোমবার আইআইটি খড়্গপুরের ৬৯ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি। এই সমাবর্তন অনুষ্ঠান থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কয়েকজনের হাতে তুলে দেওয়া হবে সম্মাননার পুরস্কার। পাশাপাশি আইআইটি খড়্গপুরের বেশকিছু কৃতিদের হাতে তুলে দেওয়া হবে সম্মান।
. .
advertisement
advertisement
আরও পড়ুন: ফেসবুকে ডিপি বদলের নয়া খেলায় মেতেছেন? মুহূর্তে লুঠ হবে অ্যাকাউন্টের টাকা, সাবধানবাণী সাইবার বিশেষজ্ঞদের
ভারতের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তিবিদ্যার প্রাচীন ঠিকানা আইআইটি খড়গপুর। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বহু প্রতিভা জন্ম নেয়। বিভিন্ন আবিষ্কার, গবেষণার মধ্য দিয়ে পৃথিবীর কাছে দেশকে করেছে গর্বিত।
আরও পড়ুন: লাউ শাক একটা খাবার হল? বাজারে দেখলে এমনই ভাবেন! এটি খেলে অভাবনীয় উপকার পাবেন
কর্মক্ষেত্রে প্রাপ্তির সম্মানস্বরূপ, সুন্দর পিচাই, মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী, রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনের হাতে সমাবর্তন অনুষ্ঠান থেকে তুলে দেওয়া হবে D.Sc Honoris Causa সম্মান। রামচন্দ্র প্রভাকর গোকার্ন এর হাতে তুলে দেওয়া হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩। এম. টেক, এমবিএ-সহ একাধিক ক্ষেত্রে কৃতিদের মধ্যে নয় জনকে সোনা এবং ২৬ জনের হাতে রুপোর পদক তুলে দেওয়া হবে সমাবর্তন অনুষ্ঠান থেকে।
advertisement
তবে রাষ্ট্রপতির উপস্থিতির জন্য রেল শহর খড়গপুর এমনকr আইআইটি খড়্গপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। করোনা পরবর্তী সময়ে ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান এতটা জাঁকজমক না হলেও ৬৯ তম সমাবর্তন যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
রঞ্জন চন্দ
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur Convocation: আইআইটি খড়গপুরের সমাবর্তনে রাষ্ট্রপতি, থাকবেন রাজ্যপাল! রেল শহরে বাড়ল নিরাপত্তা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement